• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৮ | নভেম্বর ২০১৪ | কবিতা
    Share
  • স্বপ্ন ভাঙার শব্দ : পিনাকী ঠাকুর


    বলো, সেই কথাটা আজ আবার বলো—
    মনে আছে সমুদ্রশহরে ঝড়-তুফান, তার পরের দিন
    দুপুরবেলা আমাকে কী কিনে দিয়েছিলে?
    মাঝরাতে ঘুম ভেঙে পাশবালিশে
    লাথি মারছি রাগে, তুমি তো এসব
    কিচ্ছু দেখতে পাচ্ছ না, মোবাইল বন্ধ
    একা ঘরে এই স্বপ্ন ভাঙার শব্দ—
    একটার পর একটা সময়ের ঢেউ এসে
    স্বচ্ছ, চটচটে, রং করা স্বপ্নগুলো
    ভেঙে চলেছে — তুমি শুনতে পাচ্ছ না?
    আমাদের সেই কথাটা আজ আবার বলো
    আমাকে ছেড়ে যাবে না তো? বলো বলো—


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments