• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৭ | জুলাই ২০১৪ | কবিতা
    Share
  • অন্ধজন : বিভাস রায়চৌধুরী


    যেভাবে সুন্দর
                মৃদু
                  একা থাকে রোজ,

    বেদনাবশত
               আমি
                  তেমনই নিখোঁজ...

    যত দূরে যাই,
                তত
                  পথ শুনশান...
    অন্ধের বাগান জেনো
                ইশারা-প্রধান!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments