• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৭ | জুলাই ২০১৪ | কবিতা
    Share
  • অলখ রঙের বন্ধনে : ইন্দ্রনীল দাশগুপ্ত


    অলখ রঙের বন্ধনে
    দিন কেটে যায় বই রেখে
    বসন্তে যে বৈরাগী হয়
    সেই দুপুরের পথ দেখে।

    অলখ রেখার পথ ধরে
    মায়ের যাওয়ার বৎসরে--
    বাতাস এসে খুঁজছে পাড়া
    মরছে আমার নাম করে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments