হাসতে হাসতে গুন করেছি
এবং মেরে ফেলার আগেই খুন করেছি
সাক্ষ্যপ্রমাণ লোপাট ছিল রক্ত-দাগের
মুছতে মুছতে ঘুমের মধ্যে যখন জাগে
স্বপ্ন না — দুঃস্বপ্নে, মেঘে আকাশ ভারী
হাসতে হাসতে তুকতাকগুন করতে পারি
পারি বলেই হাসতে হাসতে গুন করেছি
এবং মেরে ফেলার আগেই খুন করেছি
অহঙ্কারে ন্যুব্জ বড় ন্যায়-আদালত
কে-ই বা তাকে প্রমাণ দেবে অসৎ না সৎ
সদ্বস্তু লুকিয়ে আছে মনগভীরে
ধরতে তাকে নাচার তরী ডুবলো তীরে
নাবিকটি তার অস্ত্র হাতে ডুবসাঁতারে
হাসতে হাসতে তুকতাকগুন করতে পারে
পারে বলেই প্রাণান্ত তার চৈত্যপুরুষ
গুমখুন গুন-জাদু-টোনায় থাকছে না হুঁশ
এদিক-ওদিক রক্তদাগের সাক্ষ্যপ্রমাণ
রইলো না কী রাত্তির আর কী দিনমান
এসব বুঝে নাবিক যদি ডুকরে কাঁদে
অষ্টপ্রহর মানিয়ে চলে নির্বিবাদে
মান্য করার নিয়ম ভেঙে যায় বারেবার
মনের আকাশ মেঘলা তবু জ্যোৎস্নাপ্রহার
থামছে না, তার মাথার নিচে চন্দ্রবদন
দৃষ্টি দিয়ে ছিন্ন করে শরীর ও মন
রক্ত বেরোয়, আঁজলা ভ'রে রক্ত নিতে
স্নান সারা হয় সারাজীবন সেই শোণিতে
তাই তো মেরে ফেলার আগেই খুন করেছি
আজন্মকাল মনকে শরীর গুন করেছি ...