Feedbacks on other sections:
![]() |
![]() |
![]() |
![]() |
![]() ![]() |
![]() |
“বীথি আজ তীব্র অভিমান নিয়ে দাঁড়িয়েছে অরণ্যের কাছে-- এরকম লাবণ্যেই পরিপূর্ণ থাকুক ইন্দ্রাণীর কবিতা।
এত ভালোবাসা, তবু ভীষণ ঝড়ের মুখে পথ খুব সহজে হারায়
আর সব স্মৃতির ভিতর থেকে বৃষ্টিভোরের পাখি
কিশোরবেলার দিকে উড়ে যায়...”
নিরুপম চক্রবর্তী (এপ্রিল ১৮, ২০১৪; nchak...@gmai...)
ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কবিতাগুলি বেশ ভালো লেগেছে।
সৌরাংশু (এপ্রিল ১৬, ২০১৪; sauransh...@gmai...)
All the poems of Indrani are good; but among all, these two are particularly impressive.
Jamal Bhar (April 12, 2014; jamal_bh...@yahoo.co...)
Most painful and one of the most beautiful poem. We want more neat poems like this.
Sikha Karmakar (April 11, 2014; karmakar...@bellsouth...)
I have earlier read "Chorachorsaare" of this exceptional writer. His fluency in the expressions of osmosis between Life & Death with shades of melancholy is fascinating. "Ayatra" too reflets this to-and-fro journey of one's soul and reminds us of the eternal truth "বহু জনতার মাঝে অপূর্ব একা।"
Manas Samanta(April 7, 2014; manas.sa...@akersolution...)
আশিস ভট্টাচার্য (মার্চ ২৪, ২০১৪; asish4...@gmai...)
Thank you for publishing this excellent review of Prachet Gupta's short story collections. I have read a few of his stories and always enjoyed them but I did not know that these short story collections have been recently published. I think the review succinctly points out the strength of Mr. Gupta's writing and after reading your glowing review, I very much look forward to read these collections.
Please continue to publish such high quality reviews in your magazine!
A. Mukherjee (মার্চ ২৮, ২০১৪; amu...@gmail...)
প্রত্যেক বার ভচ্চায সাহেবের এই লেখাগুলো পড়ি আর মুগ্ধ হ’ই। এবারও তার ব্যতিক্রম হ'লোনা। বই নিয়ে লেখা এই অনবদ্য নিবন্ধগুলির বই হ’য়ে বেরোনোটা খুব জরুরী। কবে হবে সেটা?
নিরুপম চক্রবর্তী (মার্চ ১৮, ২০১৪; ncha...@gmai...)
এই লেখা আমার ভালো লাগেনি, বিশেষতঃ, নতুন সংখ্যা পরবাসের প্রথমতম লিখন হিসেবে তো নয়ই। কারণ, লেখাটি কোথাও পৌঁছয়নি, কোনো দিশা নেই এর। সুচিত্রা সেন দিনের মধ্যে বাইশ ঘণ্টা ঠাকুরঘরে পড়ে থাকতেন, স্বামীর সঙ্গে বনিবনা ছিলনা-- এ'সব জ্ঞাত তথ্য, এ'সব দিয়ে তাঁকে 'এক আধ্যাত্মিক নায়িকা' হিসেবে বিশেষ করে চেনা যায় না। লেখক এর মধ্যে আধ্যাত্মিকতা কোথায় খুঁজে পেলেন? বরঞ্চ, আম-বাঙালীর মনে তাঁর সুন্দর মুখখানিই চিরতরে আঁকা থাক্, যিনি কোনোদিন বুড়ি হননা--- এই ইচ্ছা থেকেই তিনি অন্তরালে থেকে গেলেন---এই সহজ ও স্বাভাবিক যুক্তিটিই কেন গ্রাহ্য হবে না? এ' তো তাঁর স্বাধীনতা, করতেই পারেন, বেশ করেছেন। এর ওপর আবার আধ্যাত্মিকতা চাপানোর অপপ্রচেষ্টা কেন? এই জন্যে, যে কেবল এক 'সেকালের নায়িকা' বললে আর্টিক্ল লেখা যায়না, 'দেবী' বললে যায়।
দীপংকর চৌধুরী (মার্চ ১৭, ২০১৪; cdpn...@redif....)
ছন্দা বিউট্রা (মার্চ ১৮, ২০১৪; bewtr...@creigh....)
শ্রাবণী দাশগুপ্ত (মার্চ ১৯, ২০১৪; sraba...@gmail...)
ইন্দ্রাণী ব্যানার্জী (মার্চ ২৪, ২০১৪; ibanerje...@gmail...)
বেশ ভালো। সুন্দর পরিবেশনা। জানা কাহিনি ঝালিয়ে নিয়ে মজা পেলাম।
শ্রাবণী দাশগুপ্ত (মার্চ ১৭, ২০১৪; sraba...@gmail...)
সংহিতা (মার্চ ২৪, ২০১৪; tupu...@gmai...)
মনে হচ্ছে, এর একটা দ্বিতীয় কিস্তিও আমরা পড়তে পাবো।
দীপংকর চৌধুরী (মার্চ ৩০, ২০১৪; cdpn...@redif....)
উপকথাটি চিরন্তন... রূপকটিও নোতুন নয়... কিন্তু পড়তে ভালো লাগল খুব। আবছায়ায় উঁকি দিল কি মিস্টিসিজম?
শ্রাবণী দাশগুপ্ত (মার্চ ১৭, ২০১৪; sraba...@gmail...)
চমৎকার লেখা তিলোত্তমার, জাত চেনায়।
অনন্যার ছবিও, যথারীতি, মন কাড়া।
ভালো লেগেছে।
দীপংকর চৌধুরী (মার্চ ১৭, ২০১৪; cdpn...@redif....)
লেখাটি খুব ভালো লাগছে। একটা সাজেশন, লেখিকা কোন কোন বইয়ের সাহায্য নিয়েছেন সেটা লিস্ট করে দিলে ভালো হয়।
ছন্দা বিউট্রা (মার্চ ১৬, ২০১৪; bewtr...@creigh....)
সাধারণ পাঠকের কাছে এক অনবদ্য আবিষ্কার। সহজ অথচ বেগবান ভাষায় এক অজানা খনির নূতন মণি উপহার দেওয়ার জন্য লেখিকাকে অনেক ধন্যবাদ। পরের অংশটির প্রতীক্ষায় উন্মুখ রইলাম।
অরুণাভ ঘোষ (মার্চ ১৭, ২০১৪; arunabhc...@gmai...)
Really nice start. Fresh style, Crisp and informative. Eagerly waiting for subsequent issues.
Best of Luck!
Anirban Roy (Mar 19, 2014; anirb...@yahoo.c...)
"...হঠাৎ দেখলাম প্রতিটি মানুষ সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে।" বাঃ! কী চমৎকার। আর ইটার্নাল ও ইউনিভার্সাল মাতৃত্ব... তুলনাহীন।
শ্রাবণী দাশগুপ্ত (মার্চ ১৭, ২০১৪; sraba...@gmail...)
ছন্দার লেখা আমি সর্বদা আগ বাড়িয়েই পড়ি। এটির ক্ষেত্রেও অন্যথা হলো না। ভ্রমণ বিপত্তির গল্প করতে গিয়ে এক বিপদ সংকুল ভ্রমণকাহিনি শোনালেন বেশ কায়দা করে। খুব ভালো লাগলো।
তবে একটা বিষয় স্পষ্ট হলো - ওদের দু'জনের এজীবনে আর বুদ্ধিশুদ্ধি হবার নয়।
ফউজুল আজিম (মার্চ ১৬, ২০১৪; azimf...@yaho...)
লেখকের উত্তরঃ শেষ লাইনটা একেবারে ঠিক বলেছেন!
ছন্দাদির গপ্প বলার ঢংটি কেমন অনবদ্য দেখো, কিছু না বলেও কেমন জমাটি এক গপ্প শুনিয়ে দিলেন! মনে পড়ে যাচ্ছিল প্রতিমা বোঠানকে নিয়ে রবীন্দ্রনাথের সান্তাহার মেল ধরতে গিয়ে নদীর বালুতে গড়াগড়ির কাহিনি।
তা বলে, ছন্দাদি, আপনার কোটাটি কিন্তু এবার পূর্ণ হলো না। উত্তর বর্মার জঙ্গলে বা কারগুলেন দ্বীপে আপনাকে দেখার আশা আমরা আজও ছাড়িনি। দিদি, সাহারা মরুভূমে উটের পিঠে চড়েছেন কখনও? সেগল্পটা বলুন না.....
দীপংকর চৌধুরী (মার্চ ১৭, ২০১৪; cdpn...@redif....)
লেখকের উত্তরঃ নিশ্চয়ই, ভবিষ্যতের জন্যে তোলা রইল।
বেশ লেখা রাহুলদার, তার চে' ভালো ছবি। মনে হচ্ছে, ছেলেবেলায় পড়া সন্দেশের একটা পাতা ছিঁড়ে এসে পড়ল.....
দীপংকর চৌধুরী (মার্চ ১৭, ২০১৪; cdpn...@redif....)
এ'কবিতা লেখার সময় নিরুপমদা অসুস্থ ছিলেন বোধহয়, নয়তো এতো ছায়া ছায়া দুঃখ দুঃখ....পড়লে খারাপ লাগে।
ওনার কাছে আমরা দুঃখী নয়, মননশীল কবিতা চাই।
দীপংকর চৌধুরী (মার্চ ১৭, ২০১৪; cdpn...@redif....)
কবির উত্তরঃ এটা বিষন্নতার কবিতা হতে পারে, তবে অসুস্থতার নয়! আর দুঃখী কবিতার মননশীল না হবার কোনো কারণ নেই তো! যাই হোক্, এর আগে সানলিন হাসপাতালের কবিতাটাকে কেন যেন অসুস্থতার কবিতা বলে মনে হয়নি চৌধুরী সাহেবের! তবে অসুস্থতার কবিতাও তো মননশীল হতে বাধা আছে বলে শুনিনি কখনো। ভাগ্যিস, সম্পাদক সাহেব এ কবিতাগুলো ছাপতে আপত্তি করেননি।
গল্পটা যেন অসম্পূর্ণ মনে হোল। বেশ জমে উঠেছিলো, শেষটা কেমন হোল জানতে ইচ্ছে করে।
ছন্দা বিউট্রা (মার্চ ১৬, ২০১৪; bewtr...@creigh....)
এর তো দারুণ আঁকার হাত!!! ছোট্ট ছেলের আঁকা বলে মনেই হয় না। বড়ো হয়ে অনেক নাম-যশ হোক এই আশীর্বাদ করি।
ছন্দা বিউট্রা (মার্চ ১৫, ২০১৪; bewtr...@creigh....)
পাখিদের পরিচয় আমার যা মনে হয়ঃ
১. White-breasted kingfisher (মাছরাঙা)
২. White-breasted waterhen (ডাহুক)
৩. Pond heron, বা Paddy heron (কোঁচবক)
৪. Blue-winged kingfisher
৫. Spotted sandpiper (? নিশ্চিত নই)
৬. Pied kingfisher (ফটকা)
৭. White-breasted waterhen (ডাহুক)
ছন্দা বিউট্রা (মার্চ ১৫, ২০১৪; bewtr...@creigh....)
বাংলা নামগুলি আমি ছন্দার জানানো ইংরেজি নাম ও পাখির ছবির সঙ্গে 'পশ্চিম বাংলার পাখি' (প্রণবেশ সান্যাল ও বিশ্বজিৎ রায়চৌধুরী) বই-এর তথ্য মিলিয়ে বের করেছি। পাঠকদের আহ্বান করছি তথ্য সম্পূর্ণ করতে ও ত্রুটি সংশোধনে সাহায্য করতে।--সম্পাদক