• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৬ | মার্চ ২০১৪ | কবিতা
    Share
  • ২৫শে ডিসেম্বর, ২০১৩ : নিরুপম চক্রবর্তী


    কিসের যেন স্মৃতি।

    কে যেন কাকে চাইছে খুঁজে পেতে
    কে যেন কাকে চায়নি ভুলে যেতে
    কি যেন গানে কে যেন বিচলিত
    শীতের দেশে বাতাস কাঁপে সুরে।

    কিসের গ্লানি কিসের যেন ভয়
    আকাশ জুড়ে বেজেছে পরাজয়
    কে যেন তাকে পারেনি মেনে নিতে
    এ গান তার নয়!

    তার যে গানে আকাশ যাবে ভ’রে
    ভেসেছে তারা রৌদ্র সরোবরে
    তারা কিসের স্মৃতি এনেছে দূর দেশে
    যেখানে যীশু অচেনা প্রতিবেশে
    বইছে ক্রস ক্লান্ত একা একা
    শহর ভরা শীতের সমারোহে।।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)