• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৬ | মার্চ ২০১৪ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : পিনাকী ঠাকুর

    শিল্পবিপ্লবের আগে



    জেমস্‌ ওয়াটের প্রথম বাষ্পচালিত ইঞ্জিনকেও
             পরীক্ষা দিতে হয়েছিল ঘোড়ার সঙ্গে
    হ্যাঁ, প্রথমবার ইঞ্জিন হেরে যায় ঘোড়ার শক্তির কাছে,
    মাঝরাস্তায় কলকব্জা বিগড়ে থমকে গেল শিশু-ইঞ্জিন
             দর্শকরা হো হো হেসে উঠে
             ঠাট্টা ক'রে নাম দিল : বুড়ো আঙুলের ইঞ্জিন

    তারপর তো ইঞ্জিন বাধ্য করেছিল দুনিয়াজোড়া শিল্পবিপ্লবকে,
             তখনও লোকে ঘোড়ার সঙ্গে পরীক্ষা নিলো তার
    একটা ইঞ্জিনের ভিতর লুকিয়ে আছে কতগুলো
             ঘাম ঝরানো ঘোড়া
             দর্শকরা হিসেব করতে বসল সেইসব

    সেখান থেকেই 'হর্স পাওয়ার' কথাটা এসেছে!


    নোয়ার নৌকো



    কীসের গল্প ফিসফিসিয়ে?
    খাপ পেতেছেন পাগলা জাসুস ...

    নৌকো কেন ভাসায় ওরা
    পৃষ্ঠা ছিঁড়ে অঙ্ক খাতার?

    পাতার ফাঁকে জোনাক জ্বলছে
    বৃক্ষ জোগান শ্বাসের বাতাস

    কী মন্ত্রণা? নৌকো কীসের?
    প্রেস- গোয়েন্দা- খবর পাগল

    পালাও পালাও ... শেষের সেদিন
    রোজ কেয়ামত কাল সকালেই!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)