• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৫ | অক্টোবর ২০১৩ | শিল্প-সাহিত্য-সংবাদ
    Share
  • শিল্প-সাহিত্য সংবাদ :

    || এ-টা সে-টা ||

    'পরবাস'এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের সম্প্রতি প্রকাশিত কিছু নতুন বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো) ও অন্যান্য খবর:




    আইভি চট্টোপাধ্যায়ের ছোটোদের জন্য গল্প-সংকলন 'রামধনুর দেশে' (পরম্পরা প্রকাশন) ও বড়োদের জন্য প্রবন্ধ-সংকলন 'ভাবনার নানা প্রসঙ্গ' (সংস্কার প্রকাশন) থেকে প্রকাশিত হয়েছে।



    — সাম্প্রতিককালে লেখা ১৩টি গল্প সংকলিত হয়েছে যশোধরা রায়চৌধুরীর 'সলিটেয়ার' গ্রন্থে। প্রকাশকঃ 'ছোঁয়া'।




    — পরবাস-এর যাত্রী উপন্যাস এবং অনেক গল্পের লেখক দেবজ্যোতি ভট্টচার্যের গল্পের বই 'ঈশ্বরী'(*) এই বইমেলায় প্রকাশিত হয়েছে। প্রকাশকঃ সৃষ্টিসুখ। (বইমেলার স্টল নং - ৪৬৫)



    — অনন্যা দাশের কিশোর রহস্য উপন্যাস 'ফুলের দেশে বিভীষিকা' (The C Book Agency) ও বড়োদের জন্য ছোটোগল্পের সংকলন 'উত্তরাধিকার এবং' (বাংলার মুখ) থেকে প্রকাশিত হয়েছে। এ-ছাড়াও তাঁর লেখা গল্প আনন্দ থেকে প্রকাশিত ও পৌলমী সেনগুপ্ত সম্পাদিত 'আনন্দমেলা গল্প সংকলন (২০১৪)'এ পাওয়া যাবে।

    — সংহিতা মুখোপাধ্যায়ের গল্পের বই 'গুচ্ছ খোরাক' এই বইমেলায় প্রকাশিত হয়েছে। প্রকাশকঃ সৃষ্টিসুখ। (বইমেলার স্টল নং - ৪৬৫)




    — Amarendranath Chakraborty's travelogue, রূপকুণ্ড পেরিয়ে রন্টি তুষারে has been translated as Beyond Roopkund: In the Snowfields of Ronti by Saurav Bhattacharya. This has been published by Bani-Bitan and is being distributed by Prakash Bhavan. (Available at "Kingbadanti" bookstall # 258 at the Kolkata book fair.)

    — 'প্রিয়বরেষু আইনস্টাইন' (পত্রলেখা) বইতে আইনস্টাইনকে লেখা কিছু চিঠি অনুবাদ ও সম্পাদনা করে গ্রন্থিত করেছেন জ্যোতির্ময় দাশ।




    — ২১ ডিসেম্বর ২০১৩, শনিবার, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাগৃহে, নিবেদিত হচ্ছে 'বাসুদেব দেব সংসদ'-এর প্রথম বার্ষিক সম্মেলন। বাসুদেব দেব-এর লেখা পরবাস-এ আপনারা অনেকেই পড়ে থাকবেন। যশোধরা রায়চৌধুরী, সুধেন্দু মল্লিক, সৌরীন ভট্টাচার্য প্রমুখ লেখকরা, যাঁদের লেখাও পরবাস-এ প্রকাশিত হয়েছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আরো বিশদ বিবরণ এইখানে পাওয়া যাবে।


    Prasenjit Gupta's fourth book, and the second book of translations, Brahma's Weapon* has been published recently by CreateSpace. Here Prasenjit has translated 21 short stories of Ashapurna Debi into what he terms "Bengali English". This book contains a foreward by Jhumpa Lahiri.


    — Several books by Anu Kumar have been published in the last year. For adults, there are It takes a Murder (Hachette 2012), Inspector Angre and the Pizza Delivery Boy (Popular Prakashan 2013), and for young adults, there is The Chola Adventure (Puffin Books 2013). She also edited Chanakya: The Kingmaker and the Philosopher (Hachette 2013).


    এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)