• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৪ | জুন ২০১৩ | গল্প
    Share
  • জয় গোস্বামীর কয়েকটি স্কেচ : মশিউল চৌধুরী





    "স্কেচবুক থেকে ছবিগুলি দিলাম। কিছুদিন আগে যখন জয় গোস্বামী (আমেরিকায়) এসেছিলেন, 'তারা টিভি'র 'আমার রবীন্দ্রনাথ' অনুষ্ঠানে। তখন মনের সুখে টিভির সামনে বসে একের পর এক ছবি এঁকেছি। পেন ও চারকোল দিয়ে। -- মশিউল"

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)