'পরবাস'এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের সম্প্রতি প্রকাশিত কিছু নতুন বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো) ও অন্যান্য খবর:
Two paintings by Mashiul Chowdhury have been selected for the prestigious 150th oil painting exhibition at the Philadelphia Sketch Club. He has got an Honorable Mention award too! The reception will be from 2 to 4pm on 4/14/2013. For more detailed info, visit The Philadelphia Sketch Club.
—Buddhadeva Bose in Finnish! "Buddhadeva Bose: KALKUTTA ja muita runoja", translated into Finnish by Hannele Pohjanmies (Basam Books, Helsinki 2013). Hannele used Ketaki Kushari Dyson's translation "Selected Poems of Buddhadeva Bose" as her source for translating more tha 70 poems.
— "কলকাতা আর ভিয়েনা এবং অন্যান্য রচনা"; রণনবিহারী বন্দ্যোপাধ্যায় (এম. সি. সরকার' কলকাতা; জানুয়ারি ২০১৩)।
— A collection of Ashapurna Devi's short stories have been translated as "The Wife and the Beloved and other stories" by Sanjukta Das.
— প্রয়াত ভাবুক লেখক ও রবীন্দ্রগবেষক সমীর সেনগুপ্তর উদ্দেশে নিবেদিত স্মরণলেখ প্রকাশ হয়েছে। এই সংকলনে লিখেছেন - মায়া সেনগুপ্ত, কেতকী কুশারী ডাইসন, আলোকরঞ্জন দাশগুপ্ত, অমিয় দেব, সুধীর চক্রবর্তী, সৌরীন ভট্টাচার্য, শংকর চট্টোপাধ্যায়, দময়ন্তী বসু সিং, মীনাক্ষী চট্টোপাধ্যায়, শর্মিলা রায় পোমো প্রমুখ।
— "Eleven Foreign Thinkers on Tagore" Edited by Samir Sengupta; (কারিগর, জানুয়ারি, ২০১৩).
— আশীষ লাহিড়ীর দ্বি-শতবর্ষে রাধানাথ শিকদার (জীবনী), (সূত্রধর, জানুয়ারি, ২০১৩). "Caught Between Two Cultures : Science in Nineteenth Century Bengal" (Thema, January 2013).
— কালীকৃষ্ণ গুহ-এর পাঠবৃত্তে কালযাপন (প্রবন্ধ), (সংস্কার, জানুয়ারি, ২০১৩)
— ঋতব্রত মিত্রর পরাশান্তি মনপ্রহরা (*) (কবিতা, সিগনেট আনন্দ, জানুয়ারি, ২০১৩)
— বিভাস রায়চৌধুরীর সমস্ত দুঃখীকে আজ (কবিতা, সিগনেট আনন্দ, জানুয়ারি, ২০১৩)। উনি "শ্রেষ্ঠ কবিতা" বইটির জন্য সম্প্রতি ১৪১৯-সালের 'বাংলা আকাদেমি' পুরস্কার পেয়েছেন।
— পিনাকী ঠাকুর-এর "জীবন বেঁধেছি হাতবোমায়" (কবিতা, সিগনেট আনন্দ, জানুয়ারি, ২০১৩)।
— রবিন পাল-এর "ছোটোগল্পের বিন্দু বিশ্ব" (প্রবন্ধ, পুস্তক বিপণি, বইমেলা, ২০১৩); "উপন্যাস চিন্তা : পাঁচজন আধুনিক কবি" (প্রবন্ধ, বঙ্গীয় সাহিত্য সংসদ, বইমেলা, ২০১৩)
— তিলোত্তমা মজুমদার-এর "ধনেশ পাখির ঠোঁট" (উপন্যাস, আনন্দ পাবলিশার্স, জানুয়ারী, ২০১৩)।
— আইভি চ্যাটার্জির "অনির্বাণ এবং" (ছোটোগল্প, পরম্পরা, জানুয়ারী, ২০১৩)।
— বাঁটুল এখন ইংরেজিতে! নারায়ণ দেবনাথ-এর জনপ্রিয় বাঁটুল সিরিজের অনুবাদ করছেন অনন্যা দাশ। আপাতত দু'টি সংখ্যা বেরিয়েছে। আরো বেরোবে ("পরবাস"-এর পাতায় চোখ রাখুন!) Bantul the Great (কমিক্স) (লালমাটি, ২০১২)। এখানে বইপোকার রিভিউ।
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।