• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৩ | ফেব্রুয়ারি ২০১৩ | ছোটদের পরবাস | গল্প
    Share
  • শোহার আঁকা-খাতা থেকে : নীলাশ্রী রায়












    আমার নাম নীলাশ্রী রায়। বাবা, মা, দাদু, আম্মা ও অন্যান্য আত্মীয়-স্বজনরা আমাকে শোহা নামে ডাকে। আমার বয়স সাত বছর। এবার আমার দ্বিতীয় শ্রেণি হবে। আমার স্কুলের নাম সরস্বতী শিশু মন্দির। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কান্দি শহরে থাকি। ছবি আঁকতে আমার ভালো লাগে। খুব ছোটবেলা থেকেই আমার এই ভালোলাগা। আমি প্রথম থেকে বাবাইদাদার কাছেই আঁকা শিখি। এখন আমি মোম ও জল রঙ দিয়ে ছবি আঁকতে পারি। এখনকার আঁকা পাঁচটা ছবি ‘ছোটদের পরবাস’-এ দিলাম। তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগবে।
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments