• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫২ | অক্টোবর ২০১২ | কবিতা
    Share
  • ট্যাক্সিডার্মি : ডেভিড সুমন্ত্র হেমব্রম


    পর্দার আড়ালে বাঘ
    হলদে কাল উলসে ওঠা ডোরা
    মখমলি সিল্কের সাথে
    মিশে থাকে মখমলি পশম
    তীক্ষ্ণধার নখ দাঁত
    অবিশ্রাম ওঁত পেতে থাকে
    এককালে মেদ-মাংস-মজ্জা ছিল পেশি সুকঠিন
    আজ শুধু ক্লীব--না--না--ক্লীবের অধম--খড়পোরা
    বংশবৃদ্ধি, রমণীরমণ দূরে থাক
    থাবা দিয়ে ছুঁতেও পারে না।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments