• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫২ | অক্টোবর ২০১২ | কবিতা
    Share
  • ভাণ্ড : ঋতব্রত মিত্র


    ভাণ্ড গড়াইলাম, ভাঙাইলাম, বানাইলাম আর
    তয় মানবজমিন টুটাফুটা, আসমানে অম্বর

    সদ্‌মন্ত্রে দেখি নেত্র এক ফুটেছে ললাটে
    চর্মচক্ষু জাগে বৃথা বাস্তুসর্পে যদি কাটে

    বিষ পষ্ট তার দেহে নয়, মনেরই গোচর
    শিকড় হারায়ে মধুভাণ্ড জর্জর

    গুপিযন্ত্র যদি তার-কাটা সে অসুর বেবাক
    সুরের আখরে কার কন্ঠ করে ফাঁক!

    লাহে লাহা ইলাল্‌লা। - দম। জোকর, ফোকর...
    মুশাহিদা সম্পন্ন না হইতে স্বয়ম্বর

    কৃপা না-করণ কৃপাসিন্ধু হইবো কী উপায়?
    যে নামে পানিতে পাণি উদ্ধারের দায়

    কতো ভাসাইলাম, ডোবাইলাম, ওঠাইলাম আর
    ভাণ্ড কাদামাটি। অগ্নিযোগ। হাসে কুম্ভকার।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments