• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫১ | জুন ২০১২ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : পার্থজ্যোতি


    যাপন

    এই আছি, এই নেই—থাকা আর না-থাকা সমান
    কাঠখোট্টা অপরাহ্নে প্রতিদিন হারাচ্ছে সম্মান


    প্রব্রজ্যা

    সফলতা কোনোদিন প্রত্যক্ষ করিনি
    প্রেয়সীর এলোচুলে কখনো রাখিনি হাত
    স্বপ্ন বাদ দিলে হেসেই উঠিনি
    জীবনের আদিগন্ত কিছুই জানিনা
    কাকেই বা মৃত্যু বলে, মহাপুরুষ বা মৃত
    কেউ তার উত্তর বলেনি
    একদিন তুমি শুধু বলেছিলে—চলো,
    পাশাপাশি হাত ধরে চলে যাবো
                                                 দূরে
    তুমি চলে গেছো, বহুদিন, একাই চলেছি হেঁটে
    মাঝেমধ্যে ক্লান্ত হয়ে বসে পড়ি কোনো এক গাছের ছায়ায়
    উন্মাদ পাখির দল মাথায় ছড়ায় বিষ্ঠা
                                           পাতা দিয়ে মুছি
    উঠে পড়ি, হেঁটে যাই, হয়তো একদিন ঠিক
                                       পৌঁছে যাবো দূরে...


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments