• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫১ | জুন ২০১২ | কবিতা
    Share
  • জন্মদিন : শর্মিষ্ঠা নাথ


    ঢালু দিন, ঢালু চেতনার গায়ে
    দ্বিতীয় চর্ম ক্রমে আপোষপোশাক
    ক্লান্ত—উজ্জ্বলতাহীন

    বার্ষিক পালনে থাকে নিয়মমাফিক পিছুটান
    প্রথম আবির্ভাবের,
    কিছু শুভেচ্ছা,
    পরিমিত হাসি কিছু—

    —তবু জড়ত্বের শ্যাওলা ঢেউয়ে
    মাঝে মাঝে ঘাই মারে
    সমুদ্র ঝিলিক
    হঠাৎ মোচড়ে
    মহাশূন্যব্যাপী হয়
    অসীমের গান

    ক্ষয়ে যাওয়া পথ
    মাঝে মাঝে পথ ভুলে
    নিজেরই জানুতে পুনর্বার

    সে মুহূর্তে গাঢ় সূর্যালোক
    কেন্দ্রীভূত নিজেরই মিনারে
    সঙ্গমে নিজস্ব বোধন
    রক্তক্ষয়ী সে দহনে
    জন্ম নেয় অশ্বমেধ ঘোড়া
    ইতিহাস পাতা ছিঁড়ে লেখা হয়
    উপন্যাস ঘুরে দাঁড়াবার

    সে মুহূর্তে নিষ্প্রাণ বসতি ভেঙে
    দাউ দাউ জ্বলে ওঠে
    বহুতল পলাশ-আগুন

    সে রক্তক্ষরণ, স্বয়ম্ভূ সেই জন্ম আড়ম্বরহীন
    দেখুক প্রথম আলো প্রতিদিন, প্রতিদিন হোক
    নতুন দিগন্ত ছোঁওয়া আরো এক শুভ জন্মদিন ||


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)