• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫১ | জুন ২০১২ | কবিতা
    Share
  • অধরা : সোমা ঘোষ


    অধরা কিছু সূত্র গাঁথা ছিল শিথিল ভঙ্গিমায়
    সুললিত নীরব হাতছানির টানে মহুলের বন
    নেমে এসেছিল নগ্ন নির্জনতায় আস্নাত
    একান্ত পুরুষালী মনে।
    তখন আকাশের নীচে বুকময় নিঃসারে
    ভিজেছিল খোলা মাঠ রূপোগলা আলো মেখে
    যেখানে ঘন রাতে জিনপরী নেমে আসে
    অলেখা নিয়ম মেনে।
    আকাশ, রূপোঝুরি আলো, পরিব্যাপ্ত মাঠ,
    হঠাত ডেকে ওঠা রাতচর পাখির অস্তিত্ব
    চেতনায় বাস্পীভূত হয়ে নিয়ে চলেছিল
    অন্য কোনোখানে।
    তেমন অমোঘ পরিবেশে এক পরিযায়ী
    বরফ-গন্ধ মাখা ঠোটে এসে ছুঁয়েছিল
    নিতান্ত মানুষী বুক। কিছু সূত্র ছিল
    অচেনা, অনবধানে।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)