• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫১ | জুন ২০১২ | কবিতা
    Share
  • এবং মৃত্যু : সুচেতা রায়


    রঙ এবং রক্ত দুটোই এক
    মুছে যেতে গেলেই
    বিধবার মতো সামনে এসে দাঁড়ায়
    আমি ভুলতে পারি না আমি লোভী...
    ভুলতে পারি না আরো অনেক কিছু
    যেমন ছোটোবেলা থেকেই আমার ভূতে ভীষণ ভয়
    তারপর চিতায় ভয়
    শব ও আগুনের ভয়
    মৃত্যুকে ভোগ করেছি শুধু ভৌতিক গল্পের মতো
    একেক পাতায় হাত পা কেটে নিয়ে গেছে এক একটি রোগ



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)