• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫১ | জুন ২০১২ | কবিতা
    Share
  • আবোলতাবোল ইচ্ছে : সুনন্দ কুমার সান্যাল


    ইচ্ছে করে তোমার সাথে সাতসকালে মনুমেন্টের মাথায় উঠে বেলুন ওড়াই,
    ইচ্ছে করে রাতদুপুরে নৌকো বেয়ে হাওড়া ব্রিজের তলায় গিয়ে বাজি পোড়াই।
    ইচ্ছে করে তোমার সাথে ছুটির দিনে ট্রামে চড়ে ঘরঘরিয়ে শহর ঘুরি,
    ইচ্ছে করে শেষ দুপুরের নরম রোদে পাল্লা দিয়ে লেকের জলে পাথর ছুঁড়ি।
    ইচ্ছে করে তোমার সাথে সকাল ন'টায় ওয়ান ওয়ে রাস্তা দিয়ে উলটো হাঁটি,
    ইচ্ছে করে আনকোরা সব শপিং মলের ঝাঁ চকচকে দেওয়াল জুড়ে আঁচড় কাটি।
    ইচ্ছে করে তোমার সাথে চাঁদনি রাতে গড়ের মাঠে আঁজলা করে জ্যোৎস্না ধরি,
    ইচ্ছে করে ভিক্টোরিয়ার পরীর পাশে পা ঝুলিয়ে ফুকো নিয়ে ঝগড়া করি।

    বছর পঁচিশ আগে যদি দেখা হত, ইচ্ছে হত তোমায় নিয়ে মিছিলে যাই,
    ইচ্ছে হত টিয়ার গ্যাস আর লাঠির মুখে বুক চিতিয়ে তোমায় আমি আগলে দাঁড়াই।
    ইচ্ছে হত কাগজ কলের ধর্মঘটে দুজন মিলে পদ্য দিয়ে দেওয়াল লিখি,
    ইচ্ছে হত পাহাড় বনে লুকিয়ে থেকে আগুনখেকোর দলের কাছে বাঁচতে শিখি।
    সামনে দিয়ে মিছিল গেলে এখন আমি এদিক সেদিক পথ পেরোনোর ফোকর খুঁজি,
    রাজারহাটে দখিনখোলা ফ্ল্যাট কিনেছি, এখন আমি স্ক্যোয়ার ফুটের হিসেব বুঝি।
    এখন কেবল নামতা পড়া দিনের শেষে মাঝেসাঝে আবোলতাবোল ইচ্ছে জাগে,
    কালকে আবার ভুলে যাব, তাই ভাবলাম তোমায় না হয় জানিয়ে রাখি আগেভাগে।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)