• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৫ | এপ্রিল ২০১০ | কবিতা
    Share
  • প্রজন্ম : বিভাস রায়চৌধুরী



    দু:খের দিন এলে দম বন্ধ হয়ে আসে ।
    খুবই কষ্ট হয় ।
    ভাবি, কবে দিনগুলো পার হয়ে যাব ?

    দু:খের দিন অন্য কাউকে
          দু:খ দিতে ফিরে যায় ।
    স্বাভাবিক ।

    কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই
          আর স্থির থাকতে পারি না ...
    কেবলই মনে হয়
          গেলাস ফাঁকা করে কে যেন চলে গেছে !

    এইভাবে খোলস পালটে পালটে বেঁচে আছি ।

    বন্ধু, তুমি কত দূর ?
    এই জীবনে সত্যিই দিগন্ত আছে ?

    আমার প্রবল বিশ্বাস, আমি না-পারলেও

               তুমি ঠিক পারবে ।

    (পরবাস - ৪৫, এপ্রিল, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)