• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৫ | এপ্রিল ২০১০ | কবিতা
    Share
  • চারটি কবিতা : বিপ্লব সমাজদ্বার



    তুমি, শুধু তুমি

    তোমার নাভিকুণ্ডে হাত রাখলে
    কে জানে কেন আমার হাতের
    দু:খের পরতে পরতে জমে থাকা
    উড়ো সাদা খইযের মতো
    আশীর্বাদ ঝরে পড়ে ।

    তখন রোদ্দুরের মধ্যে
    নূপুর বাজে
    রমণীরা হরিবোল ধ্বনি তোলে
    কপালের ভাঁজে ভাঁজে
    সন্ন্যাসী খুঁজে ফেরে কবচকুণ্ডল
    সহিস ফেরে যুদ্ধে নিহত প্রিযতম ঘোড়ার খোঁজে
    আর যুবাটি খোঁজে
    তার পুরোনো স্কুল
    অবনী স্যারের পেঁজা তুলোর মতো হাসি
    আর মেলায কেনা সস্তার শ্যামসুন্দর বাঁশী ।


    একটি প্রবণতা

    অন্ধকারের প্রতি অন্ধমোহ ছিল আমারও-------
    দিন কেটে গেছে পুড়তে পুড়তে,
    রোদ্দুরের ক্ষীণ আভরণের
    পারাপার জুড়ে হাতছানি,
    কখনৌ কখনো জীবনের প্রতি অমোঘ লোভ
    বা, আকর্ষণ বাড়ালেও-------

    আমি এক অন্ধ নিরুপায,
    দাঁত নেই, চোখে অক্ষম পিঁচুটি ।

    স্তব্ধ ধীর স্থির
    অন্ধকার ঘরে
    স্নানসিক্ত হযে যাই
    আলোর অধিক আঁধারে


    জনৈক জনপদের কথা

    যদ্দুর দেখা যায
    কেবলই পরিত্যক্ত জনপদ
    সেখানে দীঘি আছে,
    আশ্চর্য হওয়ার মতো-------
    সেখানে দীঘিতে রুপোলী মাছেরা
    বয়:নির্বিশেষে দিনমান,
    এমনকী অমোঘ আঁধারকালেও
    শূন্য জনপদ পাহারা দেয় ।

    এখানে আমার সাথে দেখা ঘটে
    উপোসী পশুর
    তারা দীঘির কাছে যায় না, কথাও বলে না
    কেন না রুপোলী মাছেরা
    অসম্ভব হিংস্র,
    কেন না বিগত রাজার কাছে
    তারা প্রতিশ্রুতি দিয়েছে
    এইসব জনপদ এবং তার
    যতো যতো সম্পদ
    রক্ষা করবে তারা,

    কিছুতেই কোনো প্রাণ রাখবে না ।


    মৃত্যু সম্পর্কে রিপোর্টাজ তথা কাব্য

    হাওয়ায় সাদা খই উড়িয়ে
    আর, পথে, চপল চার আনা আট আনার
    ঝনঝনা বাজিয়ে
    যে শব রোদ্দুরে পুড়ে,
    মরার অধিক আরো একটু মরে
    গোপন ফার্নেসের তপ্ত গুহায়
    শেষ হয়ে গেলো

    দরজার প্রান্ত জুড়ে
    গথিক বিভঙ্গে দাঁড়িয়ে
    পিণ্ড যাচ্ঞা করে ষোড়শ যুবা
    তা হলে, বাস্তবিক
    এতো গোপন মৃত্যুর অভিসার !
    রোদ্দুরে পোড়ার মতো
    এমন নৈসর্গিক তার ডাক !

    হাওয়ায় খই ওড়ানোর মতো
    এতো দীন দান যাতে ক্ষুণ্ণিবৃত্তিও হয় না...

    পথে পযসা ছড়ানোর মতো
    এতো দীন বৈভব
    যাতে নেই কোনো আধার ।


    (পরবাস - ৪৫, অগাস্ট, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)