• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৫ | এপ্রিল ২০১০ | কবিতা
    Share
  • কয়েকটি কবিতা : দিব্যেন্দু ঘোষাল



    অবস্থান

    জায়গা পাইনি আমি এখানে...
    তবু সেই জায়গাটাই খোঁজার চেষ্টা
    `করি'

    সমানে -
    অশ্লীলভাবে .... কখনো
    পাগলাগারদে গিয়ে,
    কখনো বা হাসপাতালে;
    সারাদিন শরীর জুড়ে শরাব খেয়ে
    টাকা ধার করে শরাব কিনে
    বোতল-ও ভেঙেছি
    `কত' ।
    নোংরা নোংরা গল্প লিখে -
    জানিনা আজও, আমি কোথায় ?
    অবস্থান বিক্ষোভেও তাই
    জায়গা পাইনা ।

    "কেন ?"
    - হুকুম নেই ।
    ভিক্ষে চাইব কার কাছে ?
    আমার তো অবস্থান নেই ।
    মাছ ভাজা আর হুইস্কি - এই তো
    আমার অবস্থান ।
    আশিকের চুমুর মতো গরম
    রেড ওয়াইন;
    "কেন, থামব কেন ? আমি কি জোচ্চোর ?"
    যার কটাক্ষে রামধনু খ্যালে, যায় জুড়িয়ে
    বেগবান, সেই নারীই
    আমার অবস্থান ।
    তাই এই পা-দুটোকেই ঘেন্না লাগে
    কেননা ভুলেও কোনও অওরতের
    গায়ে পা লাগাইনি আমি ।



    একেলা ভাসে জলে

    আণবিক বিস্ফোরণের নীলচে-সাদা আলোয়
    প্রত্যক্ষ করি উন্মাদ এক পুরোহিতকে -
            `তিমিররূপিণী' ।

    আমি স্থানু তাই ।
    বেড় দিয়ে ধরতে বিপন্ন আমি ।
    পেশাদারিত্বের পচা ডোবায় ঘুরপাক খাচ্ছি ।
    খোলা গলায় বলি না কিছু তাই ।
            পেতলের
    হুক-খোলা আকাশ আমায় সান্ত্বনা
            দেবে -

    সে আশা দুরাশা ।
    জড়োয়া-চিকচিক দিগন্তরেখা আমায়
    দেখে হাসে, লুটোপুটি খায় ।

    আত্মার অন্তরাত্মাখানি জীবন্ত প্রদীপের
    কাছে ধার করে একটুখানি, শিখা কে
    - নিজের নিভন্ত প্রদীপখানিকে
    জ্বালাতে; একটুখানি ।
    একটুকু উলুধ্বনি কি বইবে না কর্ণকুহরে ?
            এ মনের
    কলাপাতা তার কৌলীন্য খুইয়ে
    খুশিয়াল মিছরি মাখা ছুরিটি
    চালাতে দ্বিধা করবে না তো আর ?

    (পরবাস - ৪৫, এপ্রিল, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)