• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৫ | এপ্রিল ২০১০ | কবিতা
    Share
  • কয়েকটি কবিতা : হৃষিকেশ হালদার



    কলাবতী

    তোমার গঠনতন্ত্র প্রকৃতির অনুরূপ
    আশ্চর্যস্বভাববৃত রহস্য আধার এক,
    তোমার দুচোখে দোলে গূঢ় প্রত্ন ইতিহাস
    কবিতা এষণা ছাড়া তোমাকে কি বোঝা যায় !
    তোমাকে ছুঁলেই বুঝি শিকড়ের সংবেদনা ।
    আমুল প্রোথিত প্রাণে সহজ চলার দায়
    ভিড় করে চেতনায়; কথাগুলি কাব্য হয়
    এমন আগুন যদি বুকে রাখি অন্তরালে
    অমোঘ সৃষ্টির বীজে ঢেলে দিই ব্রহ্মজল
    নারী তবে কথা বলে ওঠো মুখ তুলে চাও,
    তোমার ভেতর থেকে কবিদের হয়ে ওঠা
    কোনোরূপ যাদুগল্প গল্পকথা নয় মোটে ।
    কলাবতী নারী শুধু কবিতার উল্টোপিঠে
    অথবা একাত্ম হয়ে কবির অন্তরে কবি ।



    প্রত্নগান

    নদী ও নারীর মতো আমার কবিতা
    ধরা যায় ছোঁয়া যায় অথচরহস্য
    নিবিড় ছড়ানো পালকের ভাঁজে ভাঁজে,
    ডানা খুলে দিলে নির্জন ভূমির দিকে
    ধ্যান ফুটে ওঠে; একাকীর সব পাঠ
    একাই আত্মস্থ করি নিভৃতের সুর
    মনের এস্রাজে বাজে, কথকতাময়
    জীবনবিন্যাস নিয়তি বুঝিয়ে দেয়,
    জ্যোত্স্নার প্লাবনে নৌকা নিয়ে ভেসে থাকি
    সোনালী গলুই জুড়ে কৈশোরক স্মৃতি
    সমস্ত হৃদয় জুড়ে স্নিগ্ধ ভিজে মাটি
    ঘরে বাইরে ডাক দেয় বসন্ত বাউল
    মায়াবী অক্ষরে আমি লিখে রাখি
    অন্তরের প্রত্নগান পারলে বুঝে নিও ।



    আড়ালের স্বরগুলি

    ১.

    আড়ালের স্বরগুলি
    মুগ্ধ করতালিতে ঢাকা পড়ে যায়
    অদৃশ্য থাবার নিচে মূর্খের উত্সব ।






    সিঁড়িতে যে-সব চেনামুখ আনাগোনা করে
    তারাই এখন স্বপ্নের ফেরিওলা
    পতাকার বাইরে থেকে চেয়ে দেখি
             তাদের ইশারায়

    সত্য ভেসে যায় মিথ্যের প্লাবনে ।






    শেষ হোক অদৃশ্য শিকলের দিন
    বাতাসে ব্যাপক গুঞ্জন ।






    দর্পণে ফুটে ওঠে দাঁত নখের
             ঔদ্ধত্য
    মানুষ ঐতিহাসিক মূর্খদের কথা
            আলোচনা করে ।






    একজন মানুষ ততক্ষণ নিরাপদ
    যতক্ষণ সে প্রভুর হুকুম পালন করে
    সে ঘুরে দাঁড়ালে
    ইতিহাস বদলে যায়






    লেখার কলমটা তোমার
    মগজও তোমার
    অথচ লিখছো অন্যের কথা
             অন্যের কথামতো

    তোমার লেখায় তোমার
             জখমের চিহ্ন কই ?

    (পরবাস - ৪৫, এপ্রিল, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)