• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৯ | জুলাই ২০২০ | কবিতা
    Share
  • সব হিসেবের বাইরে : অরণি বসু


    অন্ধকার মুহূর্তগুলি আমি টুকে রাখি সন্তর্পণে,
    টুকে রাখি যাবতীয় আরোহণ ও অবরোহণ।
    একদিন সব খিল খুলে ফেলে
    এইসব হিসেবের খাতা নিয়ে তোমার মুখোমুখি হব।
    চোখের জল আর রক্তের কোনো ভার নেই আর
    একথা তুমিও জানো। তবুও রক্তচক্ষু, তবুও সন্ত্রাস।

    ভাঙা দিন, ভাঙা স্বপ্ন, মুখোশ আর স্যানিটাইজার পেরিয়ে
    একদিন আবার দেখা হবে আমাদের —
    সেদিন আমরা নিশ্চয় সব হিসেবের বাইরে গিয়ে দাঁড়াতে পারব।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ

    Tags: Sab hiseber baire, Bengali poem, Arani Basu
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments