• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৫ | এপ্রিল ২০১০ | কবিতা
    Share
  • দু'টি প্রেমের কবিতা : পার্থ চক্রবর্তী



    *

    স্বপ্নের মধ্যে মহাদেশ বদলে যায় ত্রক্রমাগত
    বহুদিন ভালোবাসার কথা ঠিক করে ভাবা হয় না
    শরীরে শরীর দিয়ে লেখাই যথেষ্ট মনে হতে থাকে
    তবু অচেনা বিছানার কোনে নতুন জলের পাশে
    অসংলগ্ন জেগে উঠলে অকারণ কান্না আসে অতর্কিতে
    মনে হয় হালকা আলোছায়ায় মেশা কোমল হৃদয়
    নীল রুপালি দেহ, ঘুমন্ত মুখ, চেষ্টা করলে
    হয়তো সমস্ত জীবন ধরে একান্ত পাওয়া যেত



    *

    আমি তাকে অন্ধকারে সোনা বলে ডাকিয়াছি কতো
    তুমুল স্পর্শে ঘ্রাণে করিয়াছি প্রেম নিবেদন
    ক্লান্ত দিনের শেষে রোদ ঢাকে শিশিরের ক্ষত
    আসিয়া দাঁড়ায় তবু বাণ হাতে একাকী মদন

    শরীর, না মন, বলে ডেকে গেছে কতো কালে মেঘ
    মনন তবুও চায় নিবিড় অনুরাগের ছোঁয়া
    চিহ্ন রাখিয়া গেছে কুসুমে ভালোবাসারই সে ঘা
    দেরাজেতে পড়ে আছে পুরোনো তুলসিপাতা, ধোয়া

    (পরবাস - ৪৫, এপ্রিল, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)