• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৫ | এপ্রিল ২০১০ | কবিতা
    Share
  • সহস্রাব্দ : পিনাকী ঠাকুর



    লালনের গান : `এমন মানবজীবন আর কি হবে ?'

    রোমের সভ্যতা । অন্ধকার ।
    রেনেসাঁ । গ্যালিলেও । যন্ত্রযুগ ।
    মঞ্চে আলো হাতে শেক্সপিয়ার ।

    যুদ্ধ । মহামারি । ম্লান আর মূক
    মুখের ভাষা আঁকে ভিনসেন্ট ।
    মার্কস বা মোত্সার্ট না-ই বুঝুক
    তাগাদা দিত বাকি সিটরেন্ট ।

    আন্তিগোনে : কেয়া : সেই নাটক
    দু'জনে - মনে পড়ে ? - ফরাসি সেন্ট
    কে যেন দিয়েছিল ? ধর্মাশোক ?

    তথ্যপ্রযুক্তির শ্রীভগবান -
    কি-বোর্ড কন্ট্রোলে মর্ত্যলোক !

    হাজার বছরের দিনাবসান
    মেলায় কেঁদে ফেরে লালনগান...

    (পরবাস - ৪৫, এপ্রিল, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)