• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৫ | এপ্রিল ২০১০ | কবিতা
    Share
  • অভ্যস্ত : ঋতব্রত মিত্র



    এক সঙ্গে আছি, তাই একসঙ্গে আছি
    তোমার-আমার সম্পর্কে খেলছি কানামাছি

    ছাই-রঙা মেঘ ভরছে আকাশ - আর কখনো রোদ
    উঠবে ? - না সে ভেবেই নিল সমস্ত ঋণ শোধ ?

    রামধনুতে তীর জুড়ে যেই ছুঁড়েছি চাঁদমারি
    গান থেকে সুর হারিয়ে যাওয়ার ছদ্ম জুরিজারির

    হাজার যোজন পথের পরেও লক্ষ যোজন পথ
    দৌড়তে দৌড়তে যখন তোমার গতি শ্লথ

    পিছন ফিরে দেখছো কী দুরন্ত সমুদ্দুরে
    জোয়ার-ভাঁটা খেলছে কেমন পুরনো সেই সুরে !

    টলমলে নৌকোয় চড়েছি - দাঁড় গিয়েছে ভেসে
    ঢেউ এসে খুব ভিজিয়ে দূরে যাচ্ছে অবশেষে

    অনেক দূরে আছি - তাই একসঙ্গে আছি
    একসঙ্গে আছি, তাই এক সঙ্গে আছি

    (পরবাস - ৪৫, এপ্রিল, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)