And indeed there will be time
For the yellow smoke that slides along the street,
Rubbing its back upon the window-panes;
There will be time, there will be time
To prepare a face to meet the faces that you meet;
There will be time to murder and create,
And time for all the works and days of hands
That lift and drop a question on your plate;
Time for you and time for me,
And time yet for a hundred indecisions,
And for a hundred visions and revisions,
Before the taking of a toast and tea.
( Love song of J Alfred Prufock, T. S. Eliot)
অথচ হৃদয়ে জরা ঠাণ্ডা আনে - সে ভালোবাসার তবু শীত নেই
অথচ হৃদয় ঝরে অন্ধকারে - সে-ভালোবাসার তবু শেষ নেই !
এই তো এখন,
এখনই আমার মন ঠাণ্ডা ঘরে, অন্ধকার দিন ভরে একা বসে বসে
যেন মিশে যায় হওয়ার(??) হত্যায় । এই তো এখনই আমি
ফিরে যেতে চাই যেন তামসী মাতার গর্ভে, তারপর অজাত আত্মার
নিশ্চিন্ত নির্বাণে
যে-বাসা ভেঙেই যাবে, তাকে যেন নিজ হাতে ভেঙে দিতে চাই
হৃদয়ের নিজেই ঝরাই পাতাঝরা হাওয়ার হত্যায় । মনে হয়,
আজই মনে হয়,
এই যেন সেই শীত, যে-শীতে আমার
বুকে আর পড়বে না কবিতার হাত, আর হাতে আর ফিরবে না
কবিতার তাপ;
ঠাণ্ডা ঘরে, অন্ধকারে, হাতে হাত ঘষে, একা বসে বসে
কবিতারে ভালোবেসে বলবো না আর, `ভালোবাসি'
অন্তহীন ওষ্ঠহীন অন্ধকারে,
অন্তহীন কঠিন ঠাণ্ডায় ।
তাই শুয়ে পড়ি তাড়াতাড়ি, তাড়া-খাওয়া কুকুরের মতো কুঁকড়ে লুকাই
লেপের তাপের তলে :
যতক্ষণ বিছানা গরম হয়, মনে হয় ঘুম যেন জীর্ণ কোন
জন্তুর গোপন গুহা, ছোট তার অন্ধকার রেখেছে ঠেকিয়ে
আরো বড়ো অন্ধকারে এখনো - এখনো ।
আর ঘুম যখন গরম করে, মনে হয় ঘুম যেন মাতার মমতা,
তামসী মাতার নির্জন করুণ যোনি ...
মুখ-ঢাকা বুক-চাপা অন্ধকারে, লেপের গোপন, গরম গুহায়
রাত্রি কাত্রায়; আর রাত্তিররে (??) জড়ায়ে ঘুম হাত্ড়ায় স্বপ্নের শেষ ; (??)তবু ওঠে, আরো ওঠে ডাক, ফোটে
দিন, আরো এক দিন !
(মৃত্যুর পরে : জন্মের আগে)
বাইরে বরফের রাত্রি, ডাইনি-হাওয়ার কনকনে চাবুক
গালের মাংস ছিঁড়ে নেয়, চাঁদটাকে কাগজের মতো টুকরো করে
ছিটিয়ে দেয় কুয়াশার মধ্যে, উপড়ে আনে আকাশ, হিংসুক
হাতে ছড়িয়ে দেয় হিম ; শাদা নরম, নাচের মতো অক্ষরে
পৃথিবীতে মৃত্যুর ছবি এঁকে যায় ।
রাত্রি, প্রেয়সী আমার, প্রসন্ন হও, নিদ্রা দিয়ো না । ... তুমি আমাকে দিয়েছিলে তোমার চাঁদ, অনেক চাঁদ, / আরো অনেক তারা, তারাভরা আকাশ, জ্বলন্ত / আগুনের নিশ্বাস-ফেলা অন্ধকার । (রাত্রি)
নৈশ নগরের ফেনোচ্ছ্বাস
জ্যাজের ঝঞ্চনা(??), উধাও ট্রেন :
হ্রদের দর্পণে মকর ভেসে ওঠে :
এবার শুরু হলো বরফ গলা ।
প্লেনের জানালায় মেঘের বৈভব ;
আঁধারে হেডলাইট তীরন্দাজ...
এক মুহূর্ত : এই তবে তার মৃত্যু -
চৌরঙ্গিতে, প্রেয়সী কলকাতায় । ...
এই মুহূর্ত, এই তবে তাঁর বাঁচা -
ট্রামের তারের জ্বলে নিবে যাওয়া ফুলকি ।