• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৪ | ডিসেম্বর ২০০৯ | কবিতা
    Share
  • কেন কবি বলেছেন ? : কৃষ্ণা বসু

    কবি বলেছেন, `মেলাবেন তিনি মেলাবেন !'
    কোথায় আর মেলালেন ? কে কার সঙ্গে মিলেছে বলত ?
    ভাই এসে বোনের সঙ্গে মেলে না আজকাল !
    স্বামী স্ত্রীতে বনিবনা নেই, কেবলি ভাঙছে সাধের সংসার !
    সন্তান এসে মেলেনা মায়ের সঙ্গে, বৃদ্ধাশ্রমে পড়ে আছে মা !
    মানুষ কেবলই ভাঙছে, ভাঙছে, ভাঙছে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তবে কেন কবি বলেছেন, `মেলাবেন তিনি মেলাবেন -' ?
    কোথায় কাকে মেলাবেন ? তিনি আর কবে মেলাবেন ?
    কেন কবি বলেছেন মেলাবেন, যখন মানুষ কেবলি একা,
    একা, একদম একা হয়ে যাচ্ছে অধুনা বিশ্বতে ?

    হায় ! কবি বলেছেন, -`মেলাবেন তিনি, মেলাবেন !'



    (পরবাস-৪৪, ডিসেম্বর, ২০০৯)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments