• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৪ | ডিসেম্বর ২০০৯ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : পার্থ চক্রবর্তী



    বিস্মৃতিমেদুর

    মফ:স্বলের নদী মাঠ জেলখানা
    রাত জেগে থাকা চাঁদ মাখা চরাচর
    `নাথিং রিমেইন্স,' কেবল মাত্র কথা
    রয়ে যাবে আর শুধু জন্মাবে ছবি

    আমরা এখনো বেঁচে, মৃত দিন বলে
    ঘাসের শিকড় উঠে আসে মুঠি ভরে
    জলের ওপর অন্ধকার আর আলো
    ফিরে ফিরে আসে অতীত দিনের স্মৃতি

    কেউ ভুলে যাবে কেউ রেখে দেবে মনে
    বিস্মৃতি এসে মৃত্যুর হাত ধরে
    চলে যাবে দূরে আকাশ মাটির কাছে
    সবুজ নীল আর চোরাবালি পার হয়ে



    আরোগ্য

    গভীর অসুখ থেকে সেরে উঠবো ।
    এই যে সারাক্ষণ মাথাটা হালকা লাগছে
    আলোটাকে মনে হচ্ছে ঝিমধরা উজ্জ্বল আবছায়া
    এসব ঠিক হয়ে যাবে ।

    দিনের পরে দিন যাবে, নিয়ম মতো
    শনির পরে আসবে মঙ্গল
    জিহ্বায় স্বাদ আর বুকে বল ফিরবে
    নির্জন ঔষধ পথ্য ছেড়ে আবার সবার সাথে খেতে বসবো ।

    তারপর একদিন একটি প্রিয় স্ফূরিতনাসা অশ্বের পিঠে চড়ে
    সদর্পে চলে যাবো দিগন্তের দিকে
    কেউ বাধা দেবে না, নিষেধ করবে না
    বরং যাত্রা শুরুতে চিবুক স্পর্শ করে
    ঈর্ষা, ভেজা হাসি আর আশীর্বাদ লিখে দেবে ।

    কিন্তু জ্বলন্ত মধ্যরাতে
    কপালে তোমার একান্ত শীতল হাত
    আর কোনোদিন পাবো না, আর না ।



    (পরবাস-৪৪, ডিসেম্বর, ২০০৯)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments