• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৪ | ডিসেম্বর ২০০৯ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : পৃথ্বীরাজ চৌধুরী

    ত্বকের বিজ্ঞাপন

    কথাটা শুনে, ফর্সা মেয়েরা
    কালি মাখুক গায় ।
    শুধু কালো মেয়েদের শরীরেই,
    রাতে তারা দেখা যায় ....


    ছল

    পাহাড়ের ওপরে আর নীচে
    বেঁচেই থাকে জল ।
    মাঝখানে ঝরনারা
    আত্মহত্যার ছল ....



    (পরবাস-৪৪, ডিসেম্বর, ২০০৯)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments