• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৪৩ | জুলাই ২০০৯ | কবিতা
  Share
 • বসন্ত গান : ফয়েজ কবির

  আমার ফিরে যাওয়া দরকার খামারের কারাগারে
  যেখানে আমার নির্বাসন ছিল অনন্ত জীবন বসবাসের,
  যেখানে আমার শাস্তি ছিল শুধু পুড়ে যাবার ।

  আমি খামার ফেলে চলে এসেছিলাম একদিন
  সাদামাটা জীবনের খোলা কাগজে
  কিছু দাপ্তরিক কথাবার্তা লিখার জন্য ।
  বলেছিলাম নিজেকে, আত্মসমর্পণ? সে তো পরাজয় নয়
  বলেছিলাম রোদের নি:শেষ হওয়া প্রয়োজন জ্যোত্স্নাকে স্বাগতম জানাতে
  বলেছিলাম অই দুপুরগুলো বডেডা অভিশপ্ত, তাদের ভুলে যাওয়াটাই ভালো
  অথচ বুঝিনি আমি, আমার বুঝার কি অভাব ছিল ।

  চারপাশে এখন আনাগোনা করে অবেলার মেঘ
  অভিমানী শীতল বাতাস ভুল করে ফিরে আসে
  যেন কোন মেঘমন অরণ্যবতী
  কতদিন যাওয়া হয় না তার নীলাক্ত সোনার দ্বীপে
  শোনা হয় না গান
  এক বিকেলের প্রলম্বনে কতদিন আঁকেনি সে ছবি কোন বিশুদ্ধ পূর্ণিমার ।

  ঝুলে পড়া অবনত চোখ ধরে রাখে নিষিদ্ধ রঙ গোপন চোরের চারুকলায়
  জমা হয় স্বপ্নের ইমারত, নগরীর অলিগলিতে চলে নতুন গ্রন্থণা, মনে হয়
  আলোগুলো ফিরে এসেছে নাচের নতুন মুদ্রায় আমাকে বলছে
  চলে এসো ভুলে যাওয়া বেদনার রাজ্যে আবার চাষাবাদ করো তুমি ।

  আমিও ভাবছি যাব নিরাকরনের শেষ সীমানায়,
  খুজে নেব ধ্রুব রাত ভালবাসার বর্ণমালা, স্বপ্নের রঙ
  খুজে নেব অরণ্যগামী সোনালী রাত
  ভেঙ্গে যাওয়া সন্ধ্যার স্তূপ থেকে তুলে এনে
  দুচোখের সবুজ রোদে দেখব আমি
  হয়েছি আবার সমুদ্রায়িত কোন

  নূতন বসন্ত গান ।

  (পরবাস-৪৩, জুলাই, ২০০৯)

 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)