• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৩ | জুলাই ২০০৯ | কবিতা
    Share
  • প্রার্থনা : গৌরী দত্ত



    আমার ভিতর থেকে সব তীব্রতা মুছে ফেলতে
    ঈশ্বরকে চিঠি লিখেছিলাম
    বলেছিলাম আমাকে স্থিতধী করো
    কাশীর শিকড়ঝোলা বৃক্ষের মতন,
    আমার কুটির থেকে অন্ধকার, লুকানো বাসুকি
    পথচয়নের দ্বিধা, ঈর্ষার ঘুণ আর শোক
    জীবাণুনাশক হাত দিয়ে শিরস্পর্শ করো, নিশ্চয়ই ঈশ্বর,
    স্বর্গ থেকে যাতায়াত পথে ।


    আমার ভিক্ষার কোন শেষ নেই, ঈশ্বর, ঈশ্বর ।
    আমার ক্রোধের মধ্যে তত্ক্ষণাৎ ক্ষমা, পুষ্প, আলো
    হিংসার মধ্যে অবিলম্বে ধৈর্য্য ইত্যাদি শীতল
    শান্তিজল যত শীঘ্র পারো দিয়ে যেও ॥

    (পরবাস-৪৩, জুলাই, ২০০৯)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)