• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৩ | জুলাই ২০০৯ | কবিতা
    Share
  • দুটি কবিতা : হিন্দোল ভট্টাচার্য

    বন্ধুকে

    জীবন একফাঁকে নেমে পড়েছে রাস্তার উপর
    রোদ্দুর অপেক্ষা করছে
    ঠিক কতো হাত হাসলে আপনজন হয়ে উঠবে তুমি ?
    আমার পিছিয়ে যাওয়া ঘাটের কথা আর নাই বা বললাম
    সরু তারের উপর দিয়ে জলপ্রপাত পেরোচ্ছি আমরা
    মনে রেখ, ভারসাম্য - কথাটার পুনরাবৃত্তি হওয়ার আগেই
    আমাদের জীবন পিছলে যায়



    আমরা

    ভাবো এই আলোর ভিতরেও কোন রাস্তা আছে তোমার অচেনা
    আলো মানেই তার সব কিছুই স্বর্গীয়, - এ কথায় চিত্কার করতে করতে
    বহুদিন অন্ধকার হয়ে উঠছে আমাদের শ্বাসপ্রশ্বাস
    আমরা হরিণ শিকারের কথা ভাবছি
    দুষ্মন্ত - শকুন্তলার কথা ভাবছি
    আর স্মরণযোগ্যতা থেকে ত্রক্রমশ-ই পাড় ভেঙ্গে পড়ছে ত্রক্রমশ


    বন্ধুগণ, নিশানায় বন্দুক লাগাও

    (পরবাস-৪৩, জুলাই, ২০০৯)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)