• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৩ | জুলাই ২০০৯ | কবিতা
    Share
  • চেনা জীবনের পাশে : কৃষ্ণা বসু



    আমাদের চেনা পৃথিবীর পাশেপাশে, একটি অচেনা পৃথিবী রয়ে গেছে, আমাদের পাশ দিয়ে বয়ে গেছে চেতনার নদীধারা, নদীর ছলাৎ জল, জলঝাঁঝিদের পাড়া, সূচিক্কণ শ্যাওলার রাশি, মাছেদের গোপন সংসার । আমরা দরজাজানলা বন্ধ করে ঘুমোই ; শীতরাত, বাহিরে মাঘীপূর্ণিমার আলোর জোয়ারে সেই নদীটিতে বান ডাকে; সাঁড়াসাঁড়ি বান । নদীতীরে বাউলের মেলা বসে, গান হয়, গুবগুব গুবগুব শব্দে বাজে বাউলের গুবগুবি । এইসব, এতসব ঠিকঠাক হয় । সবুজ স্রোতের মতো জীবন চলেছে বয়ে পাশে পাশে সমান্তরাল । ব্যস্ত আমরা, লুব্ধ আমরা সেই জীবনের জলধারাটিকে দেখতে শিখিনি ! শুকনো ডাঙায় থাকি, নদীর সংবাদ আর কতটুকু রাখি ! নদী ঠিক বয়ে যায় কলকল খলখল রক্তের ভিতর দিকে, হাড়ের ভিতর দিকে, মজ্জার ভিতর দিকে নদী বহে চলে, - আমরা স্বপ্ন প্রদোষের মধ্যে কচিৎ সেই নদীটির দেখা পেয়ে যাই, চরিতার্থ হই । আমাদের জীবনের পাশে পাশে সমান্তরাল আরও এক জীবন রয়েছে টের পাই, টের পেয়ে যাই ।

    (পরবাস-৪৩, জুলাই, ২০০৯ )

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)