• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৩ | জুলাই ২০০৯ | কবিতা
    Share
  • গরমের ছুটি : সুবীর বোস

    সাঁকো দুর্বল হলে নদীও ভাঙা ভাঙা
    তাই ঘড়ির কাঁটারা সাঁতরাতে সাঁতরাতে সন্ধ্যা
    এর মধ্যে স্বেচ্ছায় ছেড়ে আসা প্রজাপতির রঙে
    কে আর লিখে রাখে পাতার নাম !

    এই যে হঠাৎ হঠাৎ হাজির হয় এক খণ্ড মেঘ
    শালা, এমন নি:শব্দে জল ঢালে মিত্তির বাড়ির রোয়াকে
    মনে হয় যেন
    আমার প্রেমিকাকে ঢেকে নিয়েছে অন্য কারও ছায়া ।
    বেশ বুঝতে পারছি
    এবার ফুটপাথে বিছানো বইগুলো থেকে
    বাদ রাখতেই হবে নীরবতা

    গরমের ছুটি মানে তো সামান্য ক'টা দিন ।

    (পরবাস-৪৩, জুলাই, ২০০৯)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)