• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪২ | ডিসেম্বর ২০০৮ | কবিতা
    Share
  • অলকাবালাকে হাতচিঠি : বৈদূর্য ভট্টাচার্য



    যে সব জীবনে দু:খ নেইকো বেশি
    যে সব জীবনে সুখও অর্বাচীন
    যে সব হৃদয় এসএমএস-এ ওঠে নামে
    যে সব অস্থি দেহ উত্তাপহীন

    তাহাদের কথা পদ্যতে ওঠে নাকি
    ত্রক্রান্তদর্শী করে কি সম্ভাষণ
    তাদের বাড়িতে আসেনা জাঞ্জাউইড
    তাদের অশ্রু নুনের ভাগেতে কম

    তাদেরই জন্য ব্যাঙ্গমা ব্যাঙ্গমী
    দাও বাতলিয়ে অলকাপুরীর পথ
    মেঘের বক্ষে তাদেরও তো শখ হয়
    খালাস করিতে জীবনের আমানত

    তাদেরই তো শখ জল হয়ে গলে গিয়ে
    আছড়ে পড়িতে আঁখির সমুদ্দুরে
    তাদেরই জন্য অলকার পুরবালা
    দোর খোলা রেখো বৈশাখী রোদ্দুরে

    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)