• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪২ | ডিসেম্বর ২০০৮ | কবিতা
    Share
  • বর্ষাঋতুর গান : বিভাস রায়চৌধুরী



    বৃষ্টি তো জংলি !

    হাপুস চোখে ভিজছি, কারণ
                আমাকে চায়
                 বিবাগী এক জ্বর ।

    নিষিদ্ধ নয়,
                ঝাপসা হল ব্রিজ ...

    বহু যুগের জটিল ফণা
                তুলে
              তোমার আলজিভের ভেতর
                দেখতে পাচ্ছি
               বড্ড বেশি চমকপ্রদ স্বর !

    এই পৃথিবী আদর চেয়ে মরে ।
    জানলা ভেঙে হাত বাড়াল
            আর - এক পাগল
                অবিশ্বাস্য গাছ ...

    মৃত্যু এল মাটির বাড়ি ।
    আমাকে চায়
            একলা শ্রাবণ মাস ।

    বৃষ্টি তো জংলি !
    এক নিমেষে শরীর হতে পারে ।

    ভূতের মতো ভিজছি, ওঝা !
    যে যেভাবে
            সারে !

    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments