• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪২ | ডিসেম্বর ২০০৮ | কবিতা
    Share
  • অশরীরী : একরাম আলি



    ১.

    যখন জেগে উঠব
    দূর দীর্ঘিকায় পাকা মৃগেলের লাফ

    যখন উঠব জেগে
    আগুনের নকশা দুই চোখে--
    তার রুপো, তার মাংস, তার আঁশটে নগ্নতা

    জেগে উঠব সারা মাথায়
    কুয়াশা সরিয়ে এই অশরীরী নখে
    কানকো তুলে দেখব লাল ফুল

    সে কি বেঁচে থাকবে
    যখন উঠব জেগে মস্তিষ্ক আমার ।


    ২.

    জলের স্রোত আঁকড়ে ভেসে যাচ্ছে জল
    পায়ের ফাঁদে জড়িয়েছে পা
    ভেসে যায় উতরোল নগ্নতা

    তারা আর কখনও ফিরবে না


    ৩.

    টিকটিকির পায়ের তলায়
               একটা গোটা রাত
           চেপ্টে লেগে আছে


    ৪.

    একটা শব্দের পর--অনেক পর--
    আরেকটা শব্দ আসে
    বুনো মোষের আদ্যন্ত শরীরে

    হাওয়ার চোরা ঘূর্ণিদৃষ্টি-- তার অলক্ষ্যে
    আবার আসে একটা শব্দ
    একগুঁয়ে--বিপত্নীক--প্রৌঢ় সময়ের

    এই ভাবে সে-ও আসবে
    হয়ত কোনও অবরুদ্ধ সময় খুলে
    হাতে তার সুমেরীয় বাতিদান

    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments