• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪২ | ডিসেম্বর ২০০৮ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : পার্থ চক্রবর্তী



    ১.

    তোমার চোখের নিচে দিন
    সেই আলো মৃদু ছুঁয়ে থাকি
    থেমে আসে উদাসী বাতাস
    আমার এখনো পথ বাকি

    আমরা ছিলাম হাওয়া মাটি
    তুমি একা এনেছিলে জল
    আজ শুধু দুই হাত ভরা
    দিনান্তবেলার ফসল

    নদী আর গাছ পাশাপাশি
    স্রোতের ওপর ছিলো ঘর
    ঢেউয়ের মাথায় ভাঙা কাঁচ
    প্রতিদিন নতুন বছর

    আসছে বছর ফের হবে
    মৃতদের সাথে সংলাপ
    একজন শুধু করে যাবে
    ত্রক্রমাগত অতীত বিলাপ


    ২.

    দৃষ্টি দিয়ে স্পর্শ করি তাকে
    নদীর ধারে গাছের মতো একা

    জীবন গেছে ; স্রোতের বাঁকে বাঁকে
    টুকরো রোদে মিশে থাকতে শেখা

    পুরোনো দিন ছিন্ন করে দিয়ে

    খুলে ফেলবো তিন নম্বর চোখ
    পথে পথেই মরেছি শুধু ঘুরে

    এবার তবে নতুন খেলা হোক
    মেঘলা ভাঙা একান্ত দুপুরে

    আজকে দেব সবকিছু ভাসিয়ে

    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)