• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪০ | ফেব্রুয়ারি ২০০৮ | কবিতা
    Share
  • শীতের ছুটি, ২০০৭ : অরিন্দম গঙ্গোপাধ্যায়

    ১.

    এসো তবে, সেরে ফেলা যাক কৃত্য সব
    সংবাত্সরিক ভেটোপ্রস্তাবের মতো, অনায়াস,
    কিছুটা আলগা-থাকা, হিসাব-নিকাশ
    অত্যন্ত পুরাতন শহুরে পরব,

    তোমাদের পুরোনো খামারে এইবার,
    ফসল অনেক হলো, ক্ষুদ্রতা বপনে সব দড়,
    জ্ঞাতিদের অন্ধক্রোধ, ঈর্ষা, জিহ্বা খরতর,
    কে কাকে দিয়েছো বলো নিছক অন্ধতা উপহার ।



    ২.

    ক্ষুদ্রতা কাঁঠালচারা, নীচফলদায়ী ।
    পশুকেশরের তন্ত্রী, মুণ্ডহীন সম্রাট-মূর্তির পাদদেশে,
    গান গায়, চমত্কার কবিতা-মুহূর্ত এক,
    নাচে-গানে, শুদ্ধসত্ব, নররক্তপায়ী ।

    এই তো সময়, এসো আনন্দে কাপড় খুলে নাচি
    ও ইয়া, ও ইয়া নাচ কফিনের, টিভিতে কনটেস্ট ।
    বোলেগা ইণ্ডিয়া বাবা, ঝুমো দি লেটেস্ট
    হিট নাম্বার, দুধে ও তামাকে ভালো আছি ।

    (পরবাস-৪০, ফেব্রুয়ারি, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments