• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪০ | ফেব্রুয়ারি ২০০৮ | কবিতা
    Share
  • দুটি কবিতা : গোপাল মল্লিক

    অংশভাক্‌

    ভালো তো চাইই, নিজের ভালো চাইবই তো,
    তবে নিজের সংগে তোমারও
               ভালো কোরতে চাই -

    তুমিই যদি না হও শস্যশ্যামলা, আমার যে
    হবে বেঁচে থাকাই দায় - কে কি বুঝল, জানিনা,
    আমি জানি, ঐ যে
               বোনা হোলো তিল,

    ফুল ফুটলে - মৌমাছি আসবে, মধুপূর্ণ হবে মৌচাক,
    আমার মৌ-পালক বন্ধুরা, চাক ভেঙে, টিনজাত
          &ত্রঢয; করবেন ঐ মধু, যথাবিহিত সিলছাপুর মেরে -

    মাঠ আলো করা তিলফুলে ফল আসবে যখন,
    ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে পাখি - পাখি খাবে,
    পোকায় কাটবে, ঝরে পড়বে কতো - তারই মধ্যে
               একটা ভাগ তো পাওনা হবে আমার ।



    কে বাজাবে

    চারিদিকে ধুম উত্সব, দূর দূর থেকে খড়কুটো
          &ত্রঢয; উড়ে এসে পড়ে নদীতীরে -
    আর এইকথা শুনে নদী ডুকরে উঠে, বলে,
          &ত্রঢয; `চলে গেলে নাকি ?' - কে যায় -
          &ত্রঢয;      &ত্রঢয; কে- !

    আজ কি তার মুক্তি হবে, হয়েছে প্রস্তুতি ?
    ঐ নীল সামিয়ানা তার তলে অযুত ব্যঞ্জন
    আত্মা গুমরে কাঁদে, সেদ্ধ হয় গ্যাসের উনুনে -

    সু-পাক সুঘ্রাণ চেটে সাফ, পড়ে আছে
    বিকলাঙ্গ থালা, যেন দৈব অভিশাপ, ভোক্তা
    জানে না -

    আজ তার হ'য়ে কে বাজাবে ডম্বুরা -

    (পরবাস-৪০, ফেব্রুয়ারি, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments