• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪০ | ফেব্রুয়ারি ২০০৮ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : হিন্দোল ভট্টাচার্য

    শিলালিপি

    যখন কিছু নেই, তখনো কিছু থাকে
    যেমন পোস্টকার্ড, ঠিকানা নেই

    আঙুল ছাপ দাও, জীবন কখনোই
    অন্য কেউ আর হতেই দেবে না

    সবই তো খুলে ফেলা, সবই তো হাড়মাস
    এ ঘুম ভাঙবে না এ ঘুম জ্বর

    এখন ফুলকিতে ছড়িয়ে পড়ছ যে
    কখনো ভেবেছ কি হাস্যকর ?

    শান্তি মাথা তোলো, হিশেব কোরো না হে
    রাস্তা কেউ কেউ ভুলেও যায়

    বরং চুপ করে সাপলুডোর পাশে
    দেখো কে উঠে গেলো, দেখো কে চোক (??)!

    চাদর মোড়া এক শহর প্রতিবেশী
    উনুনে ঢুকে যাও, পোড়াও চোখ

    দু:খ পেলে কেউ এভাবে বলে না...
    পাথর হয়ে যায়, পঞ্জরহীন

    যে রাতে একা একা কুয়াশা সম্বল
    সে রাতে আজ দেখো অরন্ধন

    পাখির চেতনায় আদিম ধরা পড়ে
    হাজার বছরের শান্তিহীন



    অপমান

    ভেসে আসে পুরোনো বাংলার
    শীর্ণ ঘাট আদিগন্ত শস্যের সবুজ চাদর
    আজ আকাশ বড়ো বেশি কালো
    এই মধ্যরাতের স্টেশনে
    কেমন রয়েছো ?
    -- বেঁচে আছি, মোটামুটি ভালো !



    কবর

    মুখে রক্ত তুলে সব ছুটে গেল তিমিরশিবিরে
    সার্কাস ঝাঁপিয়ে পড়লো, হাওয়া ঘুরলো কোথাও কোথাও
    কী তুমুল ঝড় লিখল বলো কী মশাল হলো মুখ
    মাথা তো দু-ফাঁক, তবু চোখ দুটো এখনো খোলা আছে
    বরং নিবিয়ে দাও, সহজ লন্ঠন হোক বুকচাপা আগুন
    শরীর উপুড় হয়ে ছুঁয়ে যাক শীত লেখা নগরকীর্তন

    (পরবাস-৪০, ফেব্রুয়ারি, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments