• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪০ | ফেব্রুয়ারি ২০০৮ | কবিতা
    Share
  • তর্পণ : পার্থ চক্রবর্তী


    ধরা যাক অবসন্ন বিকেলের অল্প ভিজে হাওয়া
    উড়ো কথা, উড়ো স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে থাকে
    কারো ক্লান্ত ঠোঁট, কোনো উদাসীন চিবুকের খাঁজ
    দিগন্তে চলে গেছে পুরাতন পাখিদের দল
    এলোমেলো অতীত, কোমল নাভিমূল, সব একাকার
    বদলে গিয়েছে চোখ, ভালো লাগা ভুরুপল্লব
    চন্দনের বন জুড়ে করতালি দিয়ে নাচে ঝড়
    প্রখর তন্দ্রা ঢাকে দুপুরের ম্লান বল্কল
    অতন্দ্র মধ্যরাত, ঘোলা স্রোত, অন্ধকার পথ
    লেলিহান শিখা ছিলো ফেলে আসা বরফের কাঁচে
    অঞ্জলি ভরে রাখি, ধরে রাখি যা হারিয়ে যাবে
    জোয়ারের বুকে থাক আমাদের শেষ সম্বল

    (পরবাস-৪০, ফেব্রুয়ারি, ২০০৮)
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments