• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪০ | ফেব্রুয়ারি ২০০৮ | কবিতা
    Share
  • এই মুহূর্তের কবিতা : যশোধরা রায়চৌধুরী



    ১.

    কিছুই হচ্ছে না, তবু লিখে যাচ্ছি আমি
    আমার কবিতা জানি হয় নাই সর্বত্রগামী
    ছোঁয়নি কবিতা জানি রক্তাক্ত এই পৃথিবীরে
    শুধু দীর্ঘশ্বাস বয়ে নিয়ে যায় যে কোন শিবিরে

    আমার লেখার কোন ভূমিকা থাকছে না আজ এই অসময়ে
    পণ্যায়ন লিখি শুধু, লিখি না বিশ্বের অবক্ষয়ে
    বিপ্লবের অবসাদ : লিখি না মানুষে ঢোকা ত্রাস
    আমার কবিতা নয় সেইসব মানুষের অন্নের গরাস

    যার জন্য যুদ্ধ হয়, যার জন্য এত যুদ্ধজয়
    তার জন্য আমার কবিতা আজো কেন বলিপ্রদত্ত নয় ?

    কিছুই লিখছি না, তবু ছেপে যাচ্ছি আমি
    আমার কবিতা আজো হয় নাই, হয় নাই, ধম্মপথগামী ....



    ২.

    কোথাও যাচ্ছে না, তবু লিখে যাচ্ছি প্রেমের কবিতা
    কোনো ভেজাভাব নেই হৃদয়ে, কোনো ল্যুব্রিকেশন নেই মনে
    তবু আমি লিখে যাচ্ছি আর্দ্রতার গল্প প্রতিদিন
    শুষ্ক আমি, ক্লান্ত আমি, তবু
    প্রেমগল্পে রয়েছি আসীন
    মুসাফির, মসিহার মত আজ লিখে যাচ্ছি প্রেমশূন্য ক্ষণে
    অবান্তর প্রেমকাব্য, বহুকাল প্রিয়-অদর্শনে
    শূন্যের ফলায় কেটে যাচ্ছে সব শূন্যের কবিতা
    খণ্ড খণ্ড হয় ঝুলছে বৃক্ষহীন ফুলে আর ফলে
    স্থির থাকছে, কিছুক্ষণ, নামছে ফের পর্দা জুড়ে, শরীরে, ই-জোনে
    ভিডিও গেমের পর্দা জুড়ে নামছে প্রেম আমার
                ঠাণ্ডা, স্লো মোশনে ...

    (পরবাস-৪০, ফেব্রুয়ারি, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments