বিনয় কোঙার ।
কী করেন ?
উনি একজন কবি । কবিতা শোনোনি ?
কই না তো !
ঐ যে - বুদ্ধিজীবী বুদ্ধিমান / সুযোগ পেলে ক'রে খান ।
বা: - কী সুন্দর !
তবে ? ছন্দ বল, ভাব বল - চমত্কার । শিগগিরই মাধ্যমিকে ভাবসম্প্রসারণ এল ব'লে ।
ওনার বই আছে ?
না: - বই লেখার সময় কোথায় ? উনি বাণী বিলিয়ে যাচ্ছেন, পরে কথামৃত হবে । আর কী থ্রোইং - শুনলে হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি লেগে যায় ।
গব্বর সিংয়ের রোলটা কি উনিই -
কোথায় - সে তো বচ্চনকে দিল । বাঙালিকে বঞ্চনা আর কী । চ্যাপেলের কথা মনে নেই ?
বিনয়বাবুর ভাল ভাল বাণী আছে বুঝি ?
আছে বৈকি । উনিই তো বলেছেন - পুলিশ গুলি চালাবে না তো কি ছবি আঁকবে ?
হক কথা । পুলিশ বিয়েতে ভাঙচি দেবে, সিএবি চালাবে আর পাড়ায় প্রীতি ফুটবল খেলবে ।
তবেই দ্যাখো - ছবি আঁকার সময় পাবে কোথায় ? তাই তো পুলিশ অপরাধীদের ছবি আঁকাতে অন্য লোক জোগাড় ক'রে আনে ।
তা পুলিশ কি ওনাকে গুলি মেরেছে ?
বালাই ষাট ! ওনাকে তো স্যালুট করে ।
স্যালুট কেন ?
কবি না ? শুনেছ তো - পুলিশ ওরে পুলিশ / কবিকে দেখে টুপিটা তোর খুলিস ।
এটা চেনা চেনা লাগছে । তাহ'লে গুলি করল কাকে ?
আরে ঐ কিছু বেয়াড়া লোক আছে না - কিছুতেই জমি ছাড়বে না -
কাদের জমি ?
ওদেরই জমি - চাষবাস ক'রে খায় ।
কাকে জমি ছাড়বে ?
সে আছে - ইন্দোনেশিয়ার একটা লোক - সালিম না কি নাম -
সে চাষবাস করবে ?
আরে না না - কেমিক্যাল হাব বানাবে -
সেটা আবার কী বস্তু ?
খুব ভালো বস্তু । ওর মানে কী - জিনিসটা ঠিক জানি না, বুদ্ধবাবু জানেন -
তিনি কে ? কেমিস্ট্রির পণ্ডিত ?
বাব্বা ! উনি বিখ্যাত কবি । উনিই তো বললেন - যারা যত বেশি অন্ধ, তারা তত বেশি চোখে দেখে আজ ।
এরকম একটা শুনেছিলাম যেন ?
হ্যাঁ, আগে একজন টুকতে গিয়েছিল, তবে ঠিকঠাক পারেনি ।
কেমিক্যাল হাব নিয়ে কবিতা লিখেছেন ?
না না, কেমিক্যাল হাব বানাতে পুলিশ পাঠিয়েছিলেন । তারা গুলি চালাবে কি ছবি আঁকবে উনি কী জানেন ?
ঠিকই, সে তো পুলিশমন্ত্রী বলবে ।
তবেই বোঝ । আমরা ঝালমুড়ি ভালোবাসি । উনি শিল্প ভালোবাসেন । তাতে দোষ কী ? শিল্পী মানুষ ।
একটা গান আছে না - শিল্পের জন্যই শিল্পী শুধু ?
খুব খাঁটি কথা । উনিই তো সব শিল্পপতিকে হাতে পায়ে ধ'রে আনছেন - কমরেড সালিম, কমরেড টাটা -
কমরেড অশোক টোডি -
থাক থাক, সে অন্য শেয়ালের কথা ।
আচ্ছা - গুলিতে লোক মারা গেল ?
যাবে না ? দু:খ করো না - শেক্সপিয়র তো ব'লেইছেন জন্মিলে মরিতে হবে । এই তো আমলাশোল পুরুলিয়ায় কত লোক খিচুড়ি খেয়ে মরল ।
খিচুড়ি খেয়ে ?
এটা একটু নতুন । আজকাল দেখবে অনেক নতুন নতুন ইংরেজি হচ্ছে । শুনলাম আমার পিসিমার ইংরেজি হয়েছে হোম মেকার । এটাও তেমনি । না খেয়ে মরলে বলছে খিচুড়ি খেয়ে মরা ।
বেশ গোলমেলে ব্যাপার । এগুলো সিলেবাসে ঢুকেছে ?
এখনও ঢোকেনি । তবে দেরী নেই বোধহয় ।
তা গুলিতে কতজন মরল ?
সে গুণে কী হবে ? সব চাষাভুষো - কোন হেরিটেজ ভ্যালু নেই । তাছাড়া ওদের মরাই উচিত ।
চাষ করে ব'লে ?
ঠিক তা নয় । পুলিশ কি এমনি গুলি চালিয়েছে ? ওরা আগে মারল বলেই তো - ওরা মেরেছিল ?
মারবে না ? সবার হাতে হাতে একে ৪৭ ।
পুলিশও মরে গেল ?
না না, পুলিশ মরবে কেন - ওদের টিপ খুব খারাপ ।
ও ।
এখনও যেমন এন্তার ল্যাণ্ডমাইন পাওয়া যাচ্ছে - একটাও ফাটছে না ।
এ:- এক্কেবারে কাঁচা !
তবেই বলো - পুলিশ ভুলটা কী করল ?
ইয়ে - পুলিশের সঙ্গে আরো কে কে সব ছিল না ? মুখে ফেট্টি বেঁধে - ওরা তো সব সাদা পোশাকের পুলিশ ।
তাই নাকি ? সেটা জানতাম না ।
জানো না তো বিমানবাবুকে জিজ্ঞেস করলেই হয় ।
তিনি আবার কে ?
কেন ? কবি ।
বাপরে ! আবার কবি !
ওনার তো বিখ্যাত কবিতা -
কোনটা ? জল পড়ে পাতা নড়ে ?
না না - ওসব ল্যাললেলে প্রকৃতিপ্রেম নয় । বলিষ্ঠ বিপ্লবী কবিতা - বিচারপতি লালা / বাংলা ছেড়ে পালা ।
পালিয়েছে নাকি ?
পালাবে না ? সিধে এলাহাবাদে বদলি । হুঁ হুঁ বাবা - সত্যি কথা বলা ছাড়া কাজ নেই কবিতার ।
উনি বুঝি সাদা পোশাকের পুলিশ চেনেন ?
ওনারা চিনবেন না তো কে চিনবে ? ওনাদের পোশাক দ্যাখোনি ? ধবধবে সাদা ।
আচ্ছা - ওনার বইটই আছে ?
না, তবে শিগগিরই বেরোবে বোধহয় । আগে ভাল একটা রিভিউ লিখতে হবে তো ।
কে লিখবে ?
কেন ? সুনীল গাঙ্গুলি ।
মানে যিনি কবিতা লেখেন ?
না না - সে অন্য লোক । উনি তো বলেইছেন - যে লেখে সে আমি নয় ।
ও । তাহ'লে ইনি কে ?
ইনি প্রাক্তন শেরিফ । বুদ্ধবাবুর বইয়ের রিভিউ তো উনিই করলেন । দারুণ সুখ্যাতি করেন ।
কার সুখ্যাতি ?
কার আবার ? সরকারের । উনি তো জানিয়েছেন যারা তা করবে না, তাদের লক্ষ্য স্রেফ টিভিতে মুখ দেখানো ।
সুবোধ সরকার ?
কাছাকাছি গেছ - ওনার মাসতুতো ভাই - রাজ্য সরকার ।
তার মানে এই জয় গোস্বামী শাঁওলী মিত্র অপর্ণা সেন টিভিতে মুখ দেখাবে ব'লে -
ঠিক ধরেছ ।
পরমব্রত বিদীপ্তা -
সব সব ।
কিন্তু অনেকে তো টিভি সিরিয়ালই করে ।
তাতে কী ?
দাঁড়াও একটু গুলিয়ে গেছে । যারা টিভিতে মুখ দেখায়, তাদের লক্ষ্য সরকারের নিন্দে করা ?
তাই হবে তাহ'লে । একবার জিজ্ঞেস ক'রে নেব ।
আচ্ছা - এরা নাকি জড়ো হয়ে গান গাইছিল ?
কাজটা ভালো করেনি । সাধে কি পুলিশ ধরল ?
কেন, শুনলাম রবীন্দ্রসঙ্গীত -
সেই তো গণ্ডগোল । পুলিশ কি গান শুনবে না ছবি আঁকবে ? তাও যদি 'বিড়ি জলাই লে' হ'ত ! প্যানপ্যানানি শুনতে কার ভালো লাগে ?
আচ্ছা - শুভাপ্রসন্নকে নাকি পুলিশ ধাক্কা দিয়েছিল ?
দেবে না ? লোকটা তো মাওবাদী - ল্যাণ্ডমাইন দিয়ে নন্দন ওড়াতে যাচ্ছিল ।
তাই নাকি ? উনি ছবি আঁকেন না ?
দুর দুর - রাসপুতিনের মত দাড়িওলা কাক-আঁকা শিল্পী ।
রাসপুতিন কে ?
সেটা ঠিক জানি না । বুদ্ধদেব গুহ লিখেছেন, ওনাকে জিজ্ঞেস করতে পারো ।
তিনি কে ? কবি নয় তো ?
না না - ফরেস্টের অফিসার । বন্দুক চালাতে পারেন ।
তবে থাক ।
সেই ভালো ।
কিন্তু টিভিতে তো ল্যাণ্ডমাইন দেখলাম না ।
দ্যাখোনি তো কি - শুনলে তো ! কানদুটো কি বানের জলে ভেসে এসেছে ?
তার মানে -
গুরুজনেরা যা বলছেন মন দিয়ে শোনো । দিনরাত টিভি দেখা কিসের ? টিভি ধুয়ে জল খাবে নাকি ? মিডিয়া গালাগাল খাচ্ছে এমনি এমনি ?
কে গালাগাল দিল ?
কেন - সুভাষবাবু । বলেছেন এদের জনরোষের শিকার হ'তে হবে । আর শ্যামলবাবু তো বলেইছেন মিডিয়ার সঙ্গে গুণ্ডারা ঢুকে পড়ছে ।
ঢুকছে বুঝি ?
ঢুকছে না ? গণশক্তির সাংবাদিকের সঙ্গে তপন-সুকুর ধরা পড়ল দ্যাখোনি ?
ওরাও রবীন্দ্রসঙ্গীত গাইছিল ?
না, ওদের ব্যাপারটা আলাদা । ওরা দীঘা বেড়াতে যাচ্ছিল ।
দীঘা গেলে পুলিশ ধরছে ?
না না - ওদের গাড়িতে কিছু লোক ছিল তো - তাদের ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিল । রেডক্রসের মত ।
দীঘায় বড় হাসপাতাল আছে বুঝি ?
না না, ডাক্তার দেখাবে কলকাতায় ।
এই যে বললে দীঘা যাচ্ছিল ?
ওটা আগের কথা । এখন পরিবর্তিত পরিস্থিতি কিনা ।
পরিস্থিতি আবার কী পাল্টাল ?
পাল্টাল না ? পরিষ্কার চোদ্দ সেকেণ্ড কেটে গেছে দ্যাখো । ঝালমুড়িও একমুঠো কমে গেছে ।
ও - আর সেলিম লস্করও দীঘা বেড়াচ্ছিল ?
না, ও ডাকাতি করতে গিয়েছিল ।
মগরাহাট থেকে হলদিয়ায় ডাকাতি ?
আজকালকার ছেলে - ঘরে বসে থাকলে চলবে কেন ? যা দিনকাল । বিজয়সিংহও তো লঙ্কা গিয়েছিলেন ।
হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির গেস্ট হাউস বুক করেছিল শুনলাম ?
হ্যাঁ, বুকিং তো লাগবেই । নইলে অন্য ডাকাতের সঙ্গে ঠোকাঠুকি হবে না ?
বুঝলাম । মিডিয়া তাহ'লে লোক ভালো নয় ?
শুধু মিডিয়া কী বলছ - সবাই মিলে চক্রান্ত করছে ।
তাই নাকি ? কে কে বলো তো ?
কে নয় ? এই ধরো তোমার রাজ্যপাল, মেধা পাটকর, হাইকোর্ট -
ও বাবা - মামলা মোকদ্দমা হয়েছে নাকি ?
তবে আর বলছি কী ? কোথায় ক'টা লোক মরেছে, তাই নিয়ে মামলা পর্যন্ত ঠুকেছে -
কারা ?
আছে কিছু মামলাবাজ । অথচ যারা মরে গেল, তারা কিন্তু ঠোকেনি ।
মরে গেলে মামলা করা যায় ? আইনে আটকায় না ?
মোটেই না । ভূতে দিব্বি রেশন তোলে, ভোট দেয় - আটকাচ্ছে কিসে ? সেই রিজওয়ানুর ব'লে একটা লোক মারা গেল - অ্যাডভোকেট জেনারেল বলাইবাবু তো কোর্টে বললেন - মরেছে রিজওয়ানুর, ওর মা আর ভাই মামলা করে কেন ?
সব্বোনাশ - এ তো গভীর ষড়যন্ত্র ।
গভীর ব'লে গভীর ? সব একসঙ্গে পেছনে লেগেছে - সিবিআই, বুদ্ধিজীবী, সিআরপিএফ, আমেরিকা, তৃণমূল, অন্ধ্রপ্রদেশের বোলাররা -
বোলাররা কী করল ?
কেন - বাংলাকে অলআউট ক'রে রঞ্জির এলিট গ্রুপ থেকে নামিয়ে দিল কারা ?
এটা তো খেয়ালই করিনি । ভাগ্যিস বললে ।
আর আবহাওয়ার কথাটাও ধরো ।
কেন কেন ? তার কী দোষ ?
কী আবার - চোদ্দই নভেম্বরের মিছিলে কেমন ঝলমলে রোদ, আর পরের দিনই অন্যদের বেলায় তেএঁটে বৃষ্টি -
পরের দিন মানে -
ঐ যে সুভাষবাবু বিকাশবাবুর মিছিল - সে তো জলেই গেল বলা যায় । ছাতা মাথায় আন্দোলন হয় ?
বিকাশবাবু কে ?
আবৃত্তিকার । আজকাল অবশ্য অঙ্ক কষতেই ব্যস্ত আছেন ।
অঙ্ক ?
খুব কঠিন অঙ্ক । কীরকম জানো ? চার ফুট ফুটপাথের তিন ভাগের এক ভাগ হকারকে ছেড়ে দিয়ে যা বাকি থাকে তার অর্ধেকে গাছ লাগালে সাত সিকের হজমোলা কিনতে পথচারী হকারের সঙ্গে ক' ফুট দরাদরি করতে পারবেন ?
রক্ষে কর । আচ্ছা, তপন-সুকুর কি শাস্তি পেয়েছে ?
না না, ওরা তো জামিন পেয়ে গেল ।
জামিন ?
পাবে না ? প্রথমে পুলিশ ওদের নামই পাল্টে ফেলেছিল । এরা জাতির গর্ব কিনা ।
গর্ব হ'লে নাম পাল্টাতে হবে ?
হবেই তো - মোহনদাস থেকে মহাত্মা, ঈশ্বরচন্দ্র থেকে বিদ্যাসাগর -
থাক থাক, আর দরকার নেই ।
আচ্ছা, ছেড়ে দিলাম ।
তা এদের নিয়ে কেউ গর্ব করেছে বুঝি ?
আলবাৎ । জয়দেব হার্মাদ বসু বুক ঠুকে বলেছেন - উই আর প্রাউড অফ দেম ।
ইনিও কবি ? দক্ষিণী নাকি ?
কেন ?
না - ওদিকে শুনেছি নামের মধ্যে বাবার নাম ঢোকায় ।
না না - হার্মাদ ওনার বাবা না, পার্টি ।
তাই বলো ।
যাকগে - মোটের ওপর শান্তির সূর্য উঠেছে -
কোন দিকটায় বলো তো ? এই বিকেল চারটের সময় -
হাবার মত এদিক ওদিক তাকিয়ো না । এসব কবিদের ভাবের কথা - তোমার মাথায় কি আর ঢুকবে ?
বলো না - কবিতা তো আমার ভালোই লাগে ।
বেশ । শুনে নাও - আগে ফাঁসি পরে জেল / হোলসেল লাইফ হেল ।
গাটা কেমন ছমছম করছে । এটা কার ?
বলব কেন ? ছেপে বেরোলেই দেখতে পাবে ।
কবে বেরোবে ?
হচ্ছে হচ্ছে, অত উতলা হোয়ো না । মোদ্দা কথা - ভগবান যা করেন মঙ্গলের জন্য - ঠিক কিনা ?
তা হবে ।
আহা - যা হচ্ছে সব ভালোর জন্যই - এটা মানো তো ?
হ'লেই ভালো !
ও আবার কী উত্তর ? ভালোয় ভালোয় মেনে নাও বাবা, নইলে -
নইলে কী ?
তাহলেং কীং করবং বলং নিজেরং দোষেইং মরং ।
কী সব অংবং বকছ ?
না - একটা নাটকের ডায়ালগ ।
বাংলায় বলো । সংস্কৃতে চোদ্দর বেশি পাইনি ।
বাংলায় ? আচ্ছা বেশ । সিদ্ধিদাতা সিপিয়েম / দে দনাদ্দন জীবে প্রেম ।
ইঁইক !
গলায় আটকাল নাকি ? ষাট ষাট ! চলো একটু ডাবের জল খাই । এসব নিয়ে মাথা না ঘামিয়ে গাঙ্গুলির ইনিংসটা দ্যাখো । দীপিকা পাড়ুকোনের পরের ছবিটা কী যেন ?
(পরবাস-৪০, জানুয়ারি, ২০০৮)