• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৪ | অক্টোবর ২০২১ | কবিতা
    Share
  • যদি আসো নীহারিকা : পরমার্থ বন্দ্যোপাধ্যায়



    যদি আসো নীহারিকা
    পৃথিবীর প্রান্তিক স্টেশনে,
    সমস্ত আসন ধুয়ে মুছে
    পরিচ্ছন্ন সাজিয়ে রেখেছি
    শ্বেত-রক্ত চন্দন প্রলেপে,
    আলপনা, প্রবেশ পথের
    স্থানে-স্থানে রঙিন শিকল,
    যদি আসো নীহারিকা
    পৃথিবীর প্রান্তিক স্টেশনে,
    বসে আছি পাদ্য-অর্ঘ্য নিয়ে;
    যদি আসো—-।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments