• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৭ | মার্চ ২০০৬ | কবিতা
    Share
  • সময় কাঁদে মৃত্যুবান বুকে : ফেরদৌস নাহার

    চৈত্রের গন্ধমাখা প্রাণের তরল আয়ু গড়িয়ে গেল
    ফলনপ্রিয় বৃক্ষের কাছে । সে যে কোথায় ছিল এতকাল,
    সে যে কেন ঘুমিয়ে ছিল কিছু কি জানো তার ?
    আজ প্রীতিলতার সাথে দেখা হলো, কাল হয়তো সন্তোষদার সাথে
    পরশু হুমায়ুন আজাদ, এভাবে হারিয়ে যাবো বলেই এ যাত্রার শুরু
    এতকাল এতকাছে ছিল বলেই কী বুঝিনি দূরে থাকা কাকে বলে !
    তাইতো এসেছি ফিরে বারবার প্রচণ্ড, ঘুরে দাঁড়াবার কথা ছিল না
    একেকটি দিন হত্যা করেছি গলাটিপে, অজানা স্রোতের অন্ধকারে
    একেকটি মানুষ পাতা কুড়াতে কুড়াতে চলে গেছে বহুদূর
    তবু আমার বয়স বাড়ে না ।

    ভালোবাসার মতো মানুষ ফুরিয়ে গেছে, ফুরিয়েছে রোদের মানুষ
    চারদিকে এত হট্টগোল, কারো কারো বাজখাঁই কন্ঠস্বর
    কবিতা পড়বে বলে খুঁজে বেড়ায় সাজানো মঞ্চ, আবার এমনও হয়
    অহেতুক বোকামিতে ছিঁড়ে ফেলেছে বন্ধুসংসার, যাবতীয় সুখ
    তোমরা তার কিছুই জানো না, তোমরা ভুল বোঝো, ভুল করো এবং
    ভুলে, ভুলে যাও কোথাও সত্যিকারের আত্মা ডেকেছিল ।
    সবকিছু নিয়ে আমার নাকি একটি ভীষণ রকমের পাগলামি ছিল,
    ছিল নয়, বলো এখনো আছে ... যতোবার ঘৃণা করতে চেয়েছি
    ঘৃণা ভেঙে ব্যথা তারপর আরও ব্যথা -- কেউ কেউ হয়তো
    এ'কাহিনি জানেন । আমাদের থেকে আমরা, বারবার আমরা
    ভালোবেসেছি মৃত পাথর, স্বদেশ সময় কাঁদে মৃত্যুবান বুকে ।

    (পরবাস, মার্চ, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments