• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৭ | মার্চ ২০০৬ | কবিতা
    Share
  • বি. টি. রোড : জয়ন্ত ঘোষাল

    বি. টি. রোড দিয়ে যেতে যেতে
    অবিরল আনন্দে মন ভরে যায়
    নয়ানাভিরাম বন্ধ কারখানা দেখে ।
    বন্ধ বড়কারখানাটায় ট্রাক টার্মিনাল,
    সুদৃশ্য রেস্তোরা ডাকে -
    শীততাপ নিয়ন্ত্রিত ঘরে
    মাংস খেতে খেতে
    রাগ ধরে - নরমাংস নিশ্চই
    আরো সুস্বাদু হত !
    ভটচাজ বাবু কখনো
    বি. টি. রোড দিয়ে গেলে
    আপনিও আমার মত
    ক্যানিব্যালস্‌ হতে চাইবেন ।


    (পরবাস, ফেব্রুয়ারি, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)