• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৭ | মার্চ ২০০৬ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : পার্থ চক্রবর্তী



    ভ্রমণ কাহিনি

    আকাশের বুকে লুটিয়ে পড়েছে স্বৈরিণী রাত
    হালকা হাওয়ায় ছেঁড়া মেঘ ভাসে ইতস্তত
    ফিকে হয়ে আসে ঘুমে ডুবে থাকা যুবক শরীর
    দূরে সরে যায় জ্যোত্স্নায় দেখা জলপ্রপাত

    কিছু ছোটো ছোটো ঢেউ এসে ভাঙে স্বপ্নের পারে
    একলা পাখির ডানা ছুঁয়ে থাকে স্তব্ধ সময়
    চাঁদের দেহেতে লেগে থাকে মৃদু চেতনার ছায়া
    চেনা অবয়ব হারায় তরল অন্ধকারে

    স্মৃতির গভীরে ঝটপট করে লুকোনো প্রণয়
    পরিত্যক্ত পাকদণ্ডীর চিহ্ন মাড়িয়ে
    একা উঠে যাওয়া ; একা চলা সেই প্রথম থেকেই
    ধারালো ঠাণ্ডা তবু খুঁজে নেয় গোপন হৃদয়


    গতানুগতিক

    ক্লান্ত ফুল আর গতানুগতিক কথা
    বেশি কিছু নয়, এই শুধু সম্বল
    বৃষ্টির ছাট ভিজে হাওয়া বয়ে আনে
    স্মৃতির ভেতর পুরোনো মফস্বল

    দ্রুত কেটে যায় স্রোতে ভেসে আসা দিন
    এ জীবন জুড়ে ছড়ানো জলের দাগ
    শীতের দুপুরে গ্রীশ্মের বেলা শেষে
    আমাদের যতো এলোমেলো সংরাগ

    জলের মতন জীবন গিয়েছে বয়ে
    তোমার আমার কুড়ি বছরের পার
    রোজকার বেঁচে থাকা রোজকার মরা
    দেওয়াল লিখন আজও চমত্কার


    সতর্ক-বার্তা

    লিখে রাখি রাত-কথা অন্ধকার শব্দ লিখে রাখি
    আবছায়া দ্বীপ ঘিরে উতরোল জেগে থাকে চাঁদ
    উদাসী হাওয়ার দিন, এলোমেলো পথ পড়ে আছে
    একদিন ঝড় এসে মুছে দেবে চিবুকের খাঁজ
    জানিয়েছে আলিপুর ; এক ঝাঁক গর্ভিণী মেঘ
    আঁচলে বেঁধেছো নাকি খসে পড়া তারাদের সাথে ?
    শেষে হাতে থাকে শুধু মলিন জ্যোত্স্না ভরা স্রোত
    সব জল তবু ঠিক খুঁজে নেয় তোমার ঠিকানা


    (পরবাস, মার্চ, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments