• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৩৭ | মার্চ ২০০৬ | কবিতা
  Share
 • তিনটি কবিতা : রাজর্ষি দেবনাথ
  অনেক দিনের চেনা, অনেক দিনের,
  জানাশোনা গল্পগাছা চায়ের পেয়ালা
  পার হয়ে পাকাপাকি সব ঠিকঠাক ।
  হিসেব তো ঠিক ই আছে
  অভিজ্ঞতা, চাওয়া-পাওয়া, নিরালা সংসার ।
  স্বচ্ছলতা খাবার টেবিলে ফুলদানি
  মাসিক কিস্তিতে কেনা গতি ও বিস্ময়
  সংগোপন অন্ধকার, দুই থেকে এক,
  এক থেকে একাকীত্ব, তারপরে উধাও বাতাস ।
  ঝিমোনো দুপুরে শুধু ভাতগন্ধ ভাসে
  সব কথা বলা শেষ, ভাদ্রের পড়ন্ত রোদে
  পাতা ঝরা ছবি -

  জানলার পরদা দোলে, দৃষ্টি শূন্যতার,
  ফুলকাটা পরদা সে-ও
  হিসেব মিলিয়ে কেনা ছিল ।
         অভিষ্ট জীবন এই
  একান্তে সলজ্জ চাওয়া, বেদনার উত্সবগাথা
  চোখে চোখে মৃদুভাষ, ছোটোবড় মিথ্যেকাহিনী
  এইহাতে অশ্রুকণা, নিভৃত সাধন ।
  প্রেমের অমোঘ শক্তি, মিথ আর এই আকুলতা
  হাল্কা হাসি, মোমালো ডিনার,
  আঙুলে ঘোরানো চাবি, আরো অজুহাত

  - এ সব ছাপিয়ে গিয়ে বৃষ্টি নামে শেষে
  পথঘাট ভেসে গেছে, ফেরা আর হল না এবার ।
  বিজ্ঞাপনে মুখ দেহ জীবনকে ঢাকো,
  পয়োমুখমের ছবি সেঁটে নাও জানালায়,
  এই যে সেফটিপিন,
  জুড়ে নাও ফাটাফুটি যত
  এই নাকি দরকার, এ না হলে বহু কথা হবে

  ফুলপাতা গানসুর ভালোবাসাবাসি
  অদরকারির ভিড় বাড়িয়ে কি লাভ
  তার চেয়ে খাওয়া যাক একপেট রেস্তোঁরায় গিয়ে,
  দেখছো না, অঙ্গীকারও- খাবারঘটিত ?
  সেই ভাতকাপড়ের, সেই পুরাতনী -

  নীলাকাশ ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছে
  আর জন্মে সাড়া দেবো, এ জন্ম বিক্কিরি
  হয়ে গেছে, বহু প্রতিশ্রুতি
  হাতে আছে পেনসিল, হিসেব মেলাও -

  সব গল্প মিলনান্ত, শেষ পাতে মিষ্টি থাকা চাই ।

  (পরবাস, মার্চ, ২০০৬)

 • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)